ইবি’র সঙ্গে ইউজিসি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি

মোস্তাফিজ রাকিব,ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সঙ্গে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বৃহস্পতিবার (২০জুন) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন মিলনায়তনে ২০১৯-২০ অর্থবছরের জন্য এ চুক্তি সম্পাদিত হয়। ইউজিসির অন্যতম সদস্য অধ্যাপক ড. এম. শাহ নওয়াজ আলি’র সভাপতিত্বে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিশনের সদস্য অধ্যাপক ড. মোঃ আখতার হোসেন,অধ্যাপক ড. দিল আফরোজা বেগম,অধ্যাপক ড. মোঃ সাজ্জাদ হোসেন,অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর,সচিব ড. মোঃ খালেদ প্রমুখ।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী (রাশিদ আসকারী)-এর উপস্থিতিতে ইবির পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস. এম. আব্দুল লতিফ।অপরদিকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন কমিশনের সচিব ড. মোঃ খালেদ।এসময় এপিএ ফোকাল পয়েন্ট উপ-রেজিস্ট্রার (প্রশাসন) মোঃ নওয়াব আলী খান সেখানে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য প্রতিবারের ন্যায় ২০১৯-২০ অর্থবছরের জন্যও ইবি সহ দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয় গুলোর মধ্যে পৃথক-পৃথকভাবে এ চুক্তি সাক্ষরিত হয়েছে বলে জানা গেছে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর