কটিয়াদীতে স্বতন্ত্র প্রার্থী মুশতাক নির্বাচিত

স্টাফ রিপোর্টারঃ কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সরকারিভাবে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মুশতাকুর রহমান। মঙ্গলবার (১৮ জুন) অনুষ্ঠিত নির্বাচনে ঘোড়া প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয় হন মোহাম্মদ মুশতাকুর রহমান।

উপজেলার ৮৯টি কেন্দ্রের সবকটি থেকে প্রাপ্ত ফলাফলে চেয়ারম্যান পদের ছয় প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের বিদ্রোহী মোহাম্মদ মুশতাকুর রহমান (ঘোড়া) ১৬ হাজার ৩৮০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী কেন্দ্রীয় যুব মহিলা লীগের সহ তথ্য ও গবেষণা সম্পাদক তানিয়া সুলতানা হ্যাপী (নৌকা) পেয়েছেন ১৫ হাজার ৩৭০ ভোট।

অন্য চার প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের বিদ্রোহী সাবেক উপজেলা চেয়ারম্যান লায়ন আলী আকবর (দোয়াত-কলম) ১২ হাজার ৪ ভোট, আওয়ামী লীগের অপর বিদ্রোহী আলতাফ উদ্দীন (মোটর সাইকেল) ১১ হাজার ৪১২ ভোট, স্বতন্ত্র প্রার্থী আনোয়ার আনার (আনারস) ২৪১ ভোট এবং জাকের পার্টির প্রার্থী শহীদুজ্জামান স্বপন (গোলাপ ফুল) ২৭৯ ভোট পেয়েছেন।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর