বনানীতে চার তলা ভবনে আগুন

রাজধানীর বনানীতে একটি চারতলা ভবনের আন্ডারগ্রাউন্ডে অগ্নিকাণ্ড ঘটেছে। মঙ্গলবার বেলা আড়াইটার দিকে বনানী কবরস্থানের বিপরীতে ২৭ নম্বর রোডের একটি চারতলা ভবনে এ আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, চারতলা ভবনের নিচতলায় আগুন লাগে। খবর পেয়ে বেলা ২ টা ৫০ মিনিটে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তাতক্ষণিকভাবে হতাহত কিংবা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস জানায়, আগুনের সুত্রপাত ভবনের আন্ডারগ্রাউন্ডের বৈদ্যুতিক মিটার থেকে।

প্রত্যক্ষ দর্শীরা জানান, ভবনে রাজ ওভারসীসের কার্যালয় রয়েছে। আগুন লাগার পর ভবনের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আন্ডারগ্রাউন্ডে আগুন ছড়িয়ে পড়ায় কেউ সিড়ি বেয়ে নামতে পারছিল না। অফিসের কর্মকর্তারা আটকা পড়েন। উপর থেকে তাদের বাচাও বাচাও বলে কান্না করতে শোনা গেছে। অফিসের অনেক কর্মকর্রা আটকা পড়েছে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর