সাকিব ১, রোহিত শর্মা ৩, ওয়ার্নার ৫, বাটলার ১০

গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়লাভ করে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে উঠে এসেছে বাংলাদেশ। তবে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে থাকলেও রান সংগ্রহকের তালিকায় প্রথম স্থানে রয়েছে বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান।

আসুন দেখে নিই বিশ্বকাপে এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহক।

১। সাকিব আল হাসান : ৪ ম্যাচে ৩৮৪ রান। ২ শতক এবং ২ অর্ধশতক।

২। অ্যারন ফিঞ্চ : ৫ ম্যাচে ৩৪৩ রান। ১ শতক এবং ২ অর্ধশতক।

৩। রোহিত শর্মা : ৩ ম্যাচে ৩১৯ রান। ২ শতক এবং ১ অর্ধশতক।

৪। ডেভিড ওয়ার্নার : ৫ ম্যাচে ২৮১ রান। ১ শতক এবং ২ অর্ধশতক।

৫। জো রুট : ৪ ম্যাচে ২৭৯ রান। ২ শতক এবং ১ অর্ধশতক।

৬। স্টিভ স্মিথ : ৫ ম্যাচে ২৪৩ রান। ০ শতক এবং ৩ অর্ধশতক।

৭। জেসন রয় : ৪ ম্যাচে ২১৫ রান। ১ শতক এবং ১ অর্ধশতক।

৮। শাই হোপ : ৫ ম্যাচে ১৮৬ রান। ০ শতক এবং ২ অর্ধশতক।

৯। ডি কক : ৫ ম্যাচে ১৮৬ রান। ০ শতক এবং ২ অর্ধশতক।

১০। জস বাটলার : ৪ ম্যাচে ১৮৫ রান। ১ শতক এবং ১ অর্ধশতক।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর