ওয়ারেন্টের ৭ আসামি আশাশুনি থেকে আটক

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা ব্যুরো চীফ: সাতক্ষীরার আশাশুনি থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, মাদকদ্রব্য উদ্ধার, গ্রেফতারী পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান পরিচালনাকালে পুলিশ ওয়েরেন্টের ৭ পলাতক আসামিকে আটক করেছে। রবিবার রাতে উপজেলার বাজার, বাড়ি ও বিভিন্ন জায়গা থেকে আসামিদের আটক করে পুলিশ। আটককৃতরা হচ্ছে, উপজেলার কুড়িকাহুনিয়া গ্রামের মৃত নুর মোহাম্মদ মোড়লের ছেলে নুরুল আমিন, মনিপুর গ্রামের বাবর আলী গাজীর ছেলে মোঃ ইকরামুল হোসেন, নওয়াপাড়া গ্রামের মৃত আবুবক্কর সরদারের ছেলে মোঃ নাজিম হোসেন, খাজরা গ্রামের মোঃ কোরবান মোল্লার ছেলে আলাউদ্দিন মোল্লা, দাঁত গ্রামের বাঁকা সরদারের ছেলে মোঃ বাবু সরদার, আগরদাড়ী গ্রামের নাজিমুদ্দিন সরদারের ছেলে মোঃ নয়ন ও মোকামখালী গ্রামের মৃত কাওছার সরদারের ছেলে মোঃ রেজাউল সরদার।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুস সালাম জানান, তাঁর নেতৃত্বে থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, মাদকদ্রব্য উদ্ধার, গ্রেফতারী পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান পরিচালনা কালে রবিবার রাতে থানার এসআই (নি:) মোঃ বেল্লাল হোসেন, এএসআই (নি:) মোঃ নাজিম হোসেন, এএসআই (নি:) মোল্লা সোহেল, এএসআই (নি:) মোঃ মিলন হোসেন ও এএসআই (নি:) পূর্নানন্দ হরিসহ সঙ্গীয় পুলিশ ফোর্স এর সহায়তায় আশাশুনি থানার জিআর-৬৭/১৮ ওয়ারেন্টের আসামী নুরুল আমিনকে কুড়িকাহুনিয়া বাজার হতে, সিআর-৩৬/১৭ ওয়ারেন্টের আসামী মোঃ ইকরামুল হোসেনকে খাজরা বাজার হতে, জিআর-৬৭/১৮ ওয়ারেন্টের আসামী মোঃ নাজিম হোসেনকে বুধহাটা বাজার হতে, জিআর-৪৫/১৪ ওয়ারেন্টের আসামী আলাউদ্দীন মোল্যাকে নিজ বাড়ী হতে, সিআর ওয়ারেন্টের আসামী মোঃ বাবু সরদারকে তার নিজ বাড়ী হতে, সিআর-৫৪/১৯ ওয়ারেন্টের আসামী মোঃ নয়নকে তার নিজ বাড়ী হতে ও সিআর-৭২/১৮ ওয়ারেন্টের আসামী মোঃ রেজাউল সরদারকে তার নিজ বাড়ী হতে গ্রেফতার করে পুলিশ তিনি আরো জানান, আসামীদেরকে সোমবার সকালে সাতক্ষীরা জেলা আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর