রূপগঞ্জে একতা ব্লাড ফাউন্ডেশনের আলোচনা সভা অনুষ্ঠিত

জাহাঙ্গীর মাহমুদ, নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন একতা ব্লাড ফাউন্ডেশনের ১ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ জুন) দুপুরে উপজেলার গোলাকন্দাইল ইউনিয়নের হোড়গাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও আল-রাফি হাসপাতালের চেয়ারম্যান লায়ন মীর আব্দুল আলীম, উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন, সাধারণ সম্পদাক মোস্তাফিজুর রহমান শাহিন, গোলাকান্দাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মতিন ভুইয়া, রুহুল আমীন, আরিফ হোসেন ভুইয়া, পুলিশ অফিসার ফরিদ, হারুন মিয়া, একতা ব্লাড ফাউন্ডেশনের উপদেষ্টা মারুফ ভুইয়া, শাওন ভুইয়া, রুবেল, শাকিল, এডমিন শাহাদাত হোসেন, হারিছ, আবু ওবায়দা, আশরাফুল, পিয়ানুর, আফনান মামুন, সাদ্দাম হোসেনসহ আরো অনেকে।

আলোচনা সভায় বক্তারা বলেন, যারা স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে অসুস্থ মানুষকে সুস্থ করে তোলে তারা সমাজের নক্ষত্র। সঠিক রক্তদানের মাধ্যমে সমাজের বয়ালব্যাধি মাদক থেকে যুব সমাজ দুরে থাকে।

পরে সংগঠনের বিশবারের অধিক সেচ্ছায় রক্তদাতা সদস্যদের সম্মাননা ক্রেষ্ট তুলে দেন অতিথীরা।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর