তিতাসে আ’লীগের কর্মী সমর্থকদের মামলা প্রত্যাহারের দাবীতে প্রতিবাদ-বিক্ষোভ

মোঃ আসলাম,তিতাস(কুমিল্লা)প্রতিনিধিঃ কুমিল্লার তিতাস উপজেলার নারান্দিয়া ইউনিয়নের নয়াকান্দি গ্রামে আওয়ামীলীগের কর্মী সমর্থকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে প্রতিবাদ সভা ও ভিক্ষোভ মিছিল করেছে ওই গ্রামের শতাধিক নারী পুরুষ। আজ রবিবার বেলা ১২টায় ওই গ্রামের ফায়জুল ও আমির হোসেনের বাড়ির উঠানে এই প্রতিবাদ সভা ও ভিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত প্রতিবাদ সভায় আবদি মেম্বারের সভাপতিত্বে বক্তব্য রাখেন আমির হোসেন, ফজলু মেম্বার,নাজমা বেগম, তাসলিমা, আব্দুস ছাত্তার ও আমিনা খাতুন।

বক্তারা বলেন গত সোমবার সন্ধায় মালেশিয়া প্রবাসী শামীম(৩২) তার নিজ বাড়ি থেকে স্থানীয় নয়াকান্দি বাজারে যাওয়ার পথে বিএনপি নেতা রমজান ডাকাত ও তার ভাই শিপন,বাতিজা,সাদ্দাম,ওসমান সহ ২০/২৫ জনের একটি সংগ বদ্ধ দল রমজানের বাড়ির সামনে শামীমকে একা পেয়ে হত্যার উদ্দেশ্যে এলোপতারী কুপিয়ে মেরুদন্ড ও ডান পা ক্ষত বিক্ষত করে। এঘটনায় শামীমের বড় ভাই বাদী হয়ে তিতাস থানায় মামলা করলে,রমজান কোর্টে আত্মসমর্পণ করে। কোর্ট তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করে। তারই জেরে রমজান গ্রুপের লোকজন নিজেদের মালামাল ,গরু,ছাগল ও ঘরের আসবাপ পত্র ভাংচুর করে আবদি মেম্বার গংদের বিরুদ্ধে মিথ্যা মামলা করছে দাবী করে এবং অবিলম্বে এই মিথ্যা মামলা প্রতাহারের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি দাবী জানান আসামী পক্ষ। তারা আরো বলেন, গ্রাম থেকে হাট- বাজার, স্কুল- মাদ্রাসাসহ বিভিন্ন জায়গায় যেতে আমাদের একটাই রাস্তা রমজান ও তার সন্ত্রাসী বাহীনির বাড়ীর সামনে দিয়ে যেতে হয়, আর সেই সুযোগে আমাদের পথরোধ করে মারধর করে এবং ছোট ছোট শিক্ষার্থীরা স্কুলে যাওয়ার পথে আটকিয়ে মেরে ফেলার হুমকি দেয়। হুমকির ভয়ে শিক্ষার্থীরা স্কুলে যেতে চায় না।

মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা ও কুমিল্লা-২ (তিতাস-হোমনা )আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী (সিআইপির) কছে তাদের দাবী বিকল্প একটি রাস্তা অথবা রমজান গ্রুপের সন্ত্রাসী বাহীনির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানান। আহত শামীমের মা আমিনা খাতুন(৯০) কেদে কেদে বলেন আমার ৯ পুত শামীম ছোট পুত আমার আধরের পুতটারা মাইরালাইছে রমজাইনা চোরারা আমি বিচার চাই।উল্লেখ্য দুই পক্ষের মধ্যে আধিপত্য বিস্তার ও টাকা এবং স্বর্ন ছিনতাইকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় আওয়ামীলীগ নেতা আবদি মেম্বারের,শান্তি মিয়া ও তাজুল ইসলামের লোকজনদের ফাঁসাতে,বিএনপি নেতা রমজান গ্রুপের লোকজন তাদের আসভাবপত্র ভাংচুর করে এবং ঘরের মালামালসহ গরু,ছাগল সরিয়ে নিয়ে যাচ্ছে শুক্রবার সন্ধায় ওই গ্রামের বাদল মিয়ার স্ত্রী হাওয়া বেগম তার ঘরে থাকা ফ্রীজ ভাংচুর করে এবং ১৫ বস্তা চাউল সিএনজি চালিত অটোরিক্সা যোগে নিয়ে যাওয়ার সময় এলাকাবাসী আটক করে তিতাস থানা পুলিশকে খবর দেয়।

পুলিশ খবর পেয়ে ঘটনা স্থলে গেলে গ্রামের শত শত নারী এগিয়ে এসে পুলিশকে জানায় উপজেলা বিএনপি নেতা রমজানের লোকজন তাদের ঘরের আসভাবপত্র ভাংচুর করে এবং গরু,ছাগল ও মালামাল সরিয়ে নিয়ে আবদি মেম্বারের লোকজনের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে এবং আরো মামলা দেওয়ার জন্য পরিকল্পিত ভাবে এগুলো করছে। এর আগেও জাকির হোসেনের স্ত্রী জাহানারা একটি গরু বিক্রি করে অভিযোগ তুলে তার গরু লুট করে নিয়ে গেছে। পরে গরুটি পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে আসলে জাহানারা গরুটি বিক্রি করেেছ বলে স্বীকার করে গরুটি থানা থেকে নিয়ে আসে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর