বেনাপোলে ৪১ টি স্বর্ণের বারসহ আটক-৪

মোঃলোকমান হোসেন,যশোর প্রতিনিধি:- ভারতে পাচারকালে বেনাপোলের আমড়াখালি এলাকা থেকে(রোববার ১৬ই জুন)দুপুরে ৪১টি স্বর্ণের বারসহ ৪ চোরাচালানীকে আটক করেছে বিজিবি সদস্যরা।৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লেঃকর্নেল সেলিম রেজা জানান, বাংলদেশ থেকে বিপুল পরিমান সোনা পাচারহয়ে ভারতে যাচ্ছে এমন ধরনের গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা বেনাপোল গামী (ঢাকা-মেট্রো-ব-১৪-৮৩০০)একটি পরিবহনে অভিযান চালিয়ে ৪১ টি সোনার বার,যাহার ওজন (৪.৭৮০ কেজি)সহ ৪ চোরাচালানীকে আটক করা হয়।আটক সোনা পাচারকারী সদস্যরা হলেন,আনিসুর রহমান(২৪),রিয়াজ মোল্লা(২৫)সবুজ মৃধা(২১) ও তানভীর জামান(১৮)।এদের উভয়ের বাড়ি ফরিদপুর , মাদারিপুর ও খুলনা জেলায়।আটক সোনার মূল্য ২ কোটি ১১ লাখ টাকা বলে বিজিবি জানায়।

আটককৃতদের ব্যাপক জিজ্ঞাসা বাদ শেষে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় একটি স্বর্ণ চোরাচালানির মামলা হয়েছে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর