প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়েছে শিক্ষক-কর্মচারীরা!

এমপিওভুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন নন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা।

দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা শিক্ষক-কর্মচারীরা বৃহস্পতিবার (২১ মার্চ) সকাল ১১টায় প্রেসক্লাবের সামনে অবস্থান নেন। তাদের দাবি, ২০১৮ সালের ৫ জানুয়ারি চলমান আন্দোলনের সময় এমপিওভুক্তির আশ্বাস দিয়েছিল সরকার।

কিন্তু এতদিনেও সেই আশ্বাসের বাস্তবায়ন না হওয়ায় তারা ফের আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন। তারা বলছেন, সারা দেশে ৫ হাজার ২৪২টি নন এমপিওভুক্ত প্রতিষ্ঠানকে এমপিওভুক্তির আশ্বাস দিয়েছিল সরকার। প্রেসক্লাবের সমানে অবস্থানের কারণে রাস্তা বন্ধ থাকায় আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর