হরভজন সিংয়ের কথায় মন খারাপ ভারতীয়দের

৫০ ওভারের বিশ্বকাপে ভারতকে কখনও হারাতে পারেনি পাকিস্তান। এই রেকর্ডই নাকি চাপে রাখবে টিম ইন্ডিয়াকে। এমনটাই মনে করেন দেশের সাবেক অফস্পিনার হরভজন সিং।

কেন এমনটা মনে হলো হরভজনের তার কারনও তিনি জানালেন সাবলীল ভাষায়, ‘‌একজন ক্রিকেটার হিসেবে সবসময় পাকিস্তানের বিরুদ্ধে ভাল খেলার একটা জেদ থাকে। সেটাই চাপ ডেকে আনে। এই চাপটা দু’‌দলের ক্ষেত্রেই প্রযোজ্য।’‌

এরপরেই হরভজন যোগ করেন, ‘‌ভারতীয় ক্রিকেটারদের উপর চাপ বেশি থাকবে। কারণ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের রেকর্ড দারুণ। ভারতীয়রা এই রেকর্ড অক্ষত রাখতে চাইবে। এটাই চাপ ডেকে আনতে পারে বিরাটদের উপর।’‌

পাকিস্তানের বিরুদ্ধে ১৭টি ম্যাচ খেলেছেন সাবেক এই অফ স্পিনার। সবচেয়ে স্মরণীয় ২০১১ বিশ্বকাপ সেমিফাইনাল। সেই ম্যাচের কথা মনে পড়ায় ভাজ্জি বলেছেন, ‘‌ম্যাচের আগেরদিন রাতে ঘুমোতে পারিনি। এতটাই টেনশন ছিল। তারপরেও নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছিলাম। শুধু ভাবছিলাম হেরে গেলে কী হবে।’‌

এমনকি সেই ম্যাচ জেতার রাতেও ঘুমোতে পারেননি ভাজ্জি। কারণ এতটাই খুশি ও উত্তেজিত ছিলেন যে ঘুম আসেনি হরভজনের।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর