খেলোয়াড় আব্দুল খালেক’র মৃত্যুতে জেলা ফুটবল এসোসিয়েশনের শোক

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা প্রতিনিধি: স্বাধীন বাংলা ফুটবল দলের খেলোয়াড় সবার প্রিয় বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুল খালেক’র মৃত্যুতে গভীর শোক ও শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে সাতক্ষীরা জেলা ফুটবল এসোসিয়েশনের নেতৃবৃন্দ। হাজী আব্দুল খালেক’র মৃত্যুতে জেলার ক্রীড়া সংগঠন একজন দক্ষ খেলোয়াড় ও তাদের সহকর্মী ক্রীড়া জগতের উজ্জল নক্ষত্র প্রিয় মানুষকে হারালো। সাতক্ষীরা জেলার ক্রীড়াঙ্গণে তার এ ক্ষতি কখনও পুরণ হওয়ার নয়।

মরহুম হাজী আব্দুল খালেক’র বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সাতক্ষীরা জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম খান, সিনিয়র সহ-সভাপতি মো. আহম্মাদ আলী সরদার, সাধারণ সম্পাদক ইকবল কবির খান বাপ্পি, ট্রেজারার শেখ মাসুদ আলীসহ সাতক্ষীরা জেলা ফুটবল এসোসিয়েশনের নেতৃবৃন্দ। এছাড়াও স্বাধীন বাংলা ফুটবল দলের খেলোয়াড় বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল খালেক সোনালী অতীত ফুটবল এসাসিয়েশন ও খেলোয়াড় কল্যাণ সমিতির কর্মকর্তার দায়িত্ব পালন করেছেন।

অপরদিকে শনিবার বাদ আছর সাতক্ষীরা জেলা ফুটবল এসোসিয়েশনের নির্বাহী সদস্য সবার প্রিয় মরহুম মো. আনোয়ার হোসেন আনু’র কবর জিয়ারত করেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন সাতক্ষীরা জেলা ফুটবল এসোসিয়েশনের নেতৃবৃন্দ। এদিকে স্বাধীন বাংলা ফুটবল দলের খেলোয়াড় সবার প্রিয় বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুল খালেক’র মৃত্যুতে সাতক্ষীরার বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর