আউট না হলে ২০০ করতেন ফিঞ্চ

স্পোর্টস রিপোর্টার : আইসিসি ক্রিকেট বিশ্বকাপে দ্বাদশ আসরে শুক্রবার (১৫ জুন) দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে ছন্দে থাকা বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও সাবেক চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। ব্যাট করতে এসে দারুণ শুরু করে অস্ট্রেলিয়ার দুই ওপেনার অ্যারন ফ্রিঞ্চ এবং ডেভিড ওয়ার্নার।

দুজনে গড়েন ৮০ রানের জুটি।এর পর অজি শিবিরে আঘাত হানেন ডি সিলভা।আর তাতে ২৬ রানে কাটা পড়েন ওয়ার্নার।তারপর ক্রিজে আসেন ওসমান খাজা । ১ চার মেরে দারুন কিছুর আভাস দিলেন খাজা । কিন্তু তিনি ও বেশিক্ষন টিকে থাকতে পারেননি, ২০ বলে মাত্র ১০ রান করে সিলভার বলে সাজঘরে ফিরে যান এই ব্যাটসম্যান ।

তারপর মাঠে আসেন স্মিথ শুরু হয় ফিঞ্চ-স্মিথের ব্যাটিং তান্ডব । এ দুজনে মিলে করেন ১৭৩ রানের হার না মানা পার্টনারশিপ । ১৩২ বলে ১৫৩ রান করে ইশুরু-উদানার বলে আউট হয় সাজঘরে ফিরে যান ফিঞ্চ যেখানে ছিল ৫ টি ৬ এবং ১৫ টি ৪ এর মার ।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ ৪৪ ওভার শেষে ৪ উইকেটের বিনিময়ে ২৮০ রান।ম্যাক্সওয়েল ৫ এবং শন মার্শ ১ রান নিয়ে ব্যাটিং করছেন।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর