আজ ‘মরন কামড়’ দিবে আহত দক্ষিণ আফ্রিকা

ওয়ানডে বিশ্বকাপের আসর মাঠে গড়ানোর আগে যে কয়টা দল ফেবারিট তকমা পেয়েছেন তার মধ্যে অন্যতম দক্ষিণ আফ্রিকা।কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো বিশ্বমঞ্চের আসর গড়িয়েছে আর প্রোটিয়াদের বিপদ একে একে জড়ো হয়েছে।বিশ্বকাপে খেলা নিয়ে দোলাচলে ছিলেন ‘স্টেন গান’ খ্যাত ডেল স্টেইন।অবশেষে বার্তা দিলেন তিনি আর বিশ্বকাপে খেলতে পারবেন না।লুঙ্গি এনগিদি পুরোপুরি ফিট নন। এলোমেলো ব্যাটিংলাইন, অগোছালো বোলিং আক্রমণ। সেইসঙ্গে বিশ্বকাপের দ্বাদশ আসরে টানা তিন হার- সবমিলিয়ে বেশ নাজুক অবস্থানে সাউথ আফ্রিকা। ব্যাকফুটে থাকা প্রোটিয়ারা সোমবার (১০ জুন) বাঁচা-মরার লড়াইয়ে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে।বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায় শুরু হকে দুই দলের ময়দানি লড়াই।

এমত অবস্থায় ক্রিকেটের ঐতিহ্য ভরা প্রোটিয়াদের সেমিফাইনালে খেলার স্বপ্ন ডুবতে বসেছে। সেটি টিকিয়ে রাখতে হলে ক্যারিবীয়দের বিপক্ষে জয়ের বিকল্প নেই সাউথ আফ্রিকার।

বিশ্বকাপের উদ্বোধনী আসরে ইংল্যান্ডের কাছে হেরে টুর্নামেন্ট শুরু করা দক্ষিণ আফ্রিকা পরের দুই ম্যাচে যথাক্রমে বাংলাদেশ ও ভারতের কাছে হেরেছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ের বিকল্প নেই প্রোটিয়াদের।

অন্যদিকে পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে শুভ সূচনা করা ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ প্রতিদ্বন্দ্বীতা গড়েও হেরে যায়। ছন্দে ফেরার জন্য কোণঠাসা সাউথ আফ্রিকাকে টার্গেট করেই মাঠে নামবে ক্যারিবীয়ানরা।

দুই দলের মুখোমুখি লড়াইয়ে বেশ এগিয়ে দক্ষিণ আফ্রিকা। মূলত বিশ্বক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের আধিপত্য শেষ হওয়ার পর দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক ক্রিকেটে দাপটের শুরুর কারণেই এতো তফাৎ।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৬১ ম্যাচে ১৫ হারের বিপরীতে ৪৪টি জয় পেয়েছে প্রোটিয়ারা। অন্য দুটি ম্যাচে ফল আসেনি।

বিশ্বকাপের পরিসংখ্যানও এগিয়ে রাখছে ডু প্লেসিদের দেশ। এখন পর্যন্ত বিশ্বকাপের ফাইনাল খেলতে না পারা দলটি ৬ বারের সাক্ষাতে ৪ বার ওয়েস্ট ইন্ডিজকে পরাজিত করেছে বিশ্বমঞ্চে।

মুখোমুখি লড়াই, অতীত ইতিহাস ও পরিসংখ্যান, দক্ষিন আফ্রিকাকে এগিয়ে রাখলেও বিশ্বকাপের দ্বাদশ আসরের পারফরম্যান্স বিবেচনায় ওয়েস্ট ইন্ডিজই ফেবারিট হিসেবে মাঠে নামবে। তবে ‘আহত’ সাউথ আফ্রিকাও মরণ-কামড় দেয়ার লক্ষ্য নিয়েই নামবে। তাতে জমজমাট এক ম্যাচের অপেক্ষা করক যায়।
শুক্রবার সেমিফাইনালে নেদারল্যান্ডসের

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর