গোলরক্ষক গোল ঠেকালেন, আবার গোল করে ম্যাচ জেতালেন!

উয়েফা নেশনস লিগের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে নাটকীয়তা শেষে জয় পেয়েছে ইংল্যান্ড। রোববার টাইব্রেকারে সুইজারল্যান্ডকে ৬-৫ ব্যবধানে হারিয়েছে থ্রি-লায়ন্সরা। ইংলিশ গোলরক্ষক জর্ডান পিকফোর্ড গোল ঠেকানোর পাশাপাশি গোল করেও নায়ক।

এ দিন পর্তুগালের মাঠে অনুষ্ঠিত ম্যাচের নির্ধারিত ৯০ মিনিটে কোনো দলই গোল করতে পারেনি। ম্যাচ গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে। সেখানেও কোনো দল জাল খুঁজে না পেলে খেলা গড়ায় টাইব্রেকার নামক ভাগ্য-পরীক্ষায়। গোলরক্ষক জর্ডান পিকফোর্ডের নৈপুণ্যে তাতে জয় হয় ইংল্যান্ডের।

পেনাল্টিতে প্রথমে দুই দলই পাঁচটি শটেই লক্ষ্যভেদ করে। এরপরই নায়কের ভূমিকায় অবতীর্ণ হন পিকফোর্ড। ষষ্ঠ শটে গোল করে ইংল্যান্ডকে ৬-৫ ব্যবধানে এগিযে নেন এভারটনের গোলরক্ষক। পরে জসিপ ড্রামিকের শট রুখে দিয়ে ইংল্যান্ডকে আনন্দে ভাসান পিকফোর্ডই।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর