ওয়ার্নারের ‘বেলকাণ্ড’ নিয়ে ক্রিকেট বিশ্বে তোলপাড়

জিততে হলে অস্ট্রেলিয়াকে করতে হবে রেকর্ড ৩৫৩ রান। বড় রান তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া পেল ভাগ্যের ছোঁয়া। ইনিংসের দ্বিতীয় ওভারেই আউট হতে পারতেন ডেভিড ওয়ার্নার। জাসপ্রিত বুমরাহর প্রথম ওভারের প্রথম বলটা ঠিকভাবে খেলতে পারেননি ওয়ার্নার। বল ব্যাটে লাগার পর গড়িয়ে স্টাম্পে লাগে। অথচ বেল তখনও নিজের জায়গায় অনঢ়। এমনকি বেলের আলোও জ্বলেনি।তবে এদিন শেষ রক্ষা হয়নি অজিদের।কেনিংটন ওভালে বর্তমান শিরোপাধারীদের ৩৬ রানে হারিয়ে টুর্নামেন্টে ফেবারিটের মতোই যাত্রা অব্যাহত রাখল ভারত। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছিলেন কোহলিরা।

জীবন পাওয়ার ওয়ার্নার পরে ৫৬ রানে কাটা পড়েন। বল স্টাম্পে লাগলে বেল না পড়ায় টুইটারে সরব হয়ে উঠেছে ভারতীয় সমর্থকরা। বিষয়টি মেনেই নিতে পারছেন না তারা।

রাহুল নামে একজন লিখেছেন ‘কাঠের তৈরি বেল ব্যবহার করুন। এবার নিয়ে পাঁচবার টুর্নামেন্টে একই ধরণের ঘটনা ঘটলো। এটা কোনো মজার বিষয় নয়। বোলারদের অবস্থাটা বুঝতে পারছি।’

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর