রোহিতের সামনে আর মাত্র ‘তিনজন’

ভারতীয় ওপেনার রোহিত শর্মার ব্যাট যে দিন কথা বলবে সে দিন আর কোনো বোলারের পাত্তা থাকে না।এর প্রমাণ বহুবার রেখেছেন একদিনের ক্রিকেটে রেকর্ড ‘তিনটি’ ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে।দাপটের সঙ্গে খেলছেন এখন বিশ্বকাপে।নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে একাই উড়িয়ে দিয়েছেন রোহিত।তুলে নিয়েছেন ওয়ানডে ক্যারিয়ারের ২৩তম সেঞ্চুরি।আজ (রোববার) নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষেও ব্যাটিং তাণ্ডব চালিয়েছেন রোহিত।তুলে নিয়েছেন ওয়ানডে ক্যারিয়ারের ৪২তম ফিফটি।অবশ্যই আজ বেশি দূর যেতে পারেননি রোহিত।৫৭ রানে নাথান কোল্টর-নাইলের বলে অ্যালেক্স ক্যারির ক্যাপে পরিনত হন।তবে এদিন দারণ এক রেকর্ড গড়েন হিটম্যান।

বিশ্বকাপের নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে দুটি ছক্কা হাঁকিয়েছিলেন রোহিত শর্মা। সেদিন ক্যারিয়ারে ৩৫৪তম ছক্কা মেরে মহেন্দ্র সিং ধোনির সাথে তালিকার দ্বিতীয় স্থানে ছিলেন তিনি। আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের প্রথম ছক্কা মেরে ধোনিকে ছাড়িয়ে গেলেন তিনি। রোহিতের ছক্কা সংখ্যা এখন ৩৫৫টি। রোহিত যেভাবে খেলছেন তাতে হিটম্যানের ছক্কা সংখ্যাটা যে আরো বাড়বে সেটা তো না বললেও চলে।

এতোদিন ৩৫৪ ছক্কা হাঁকিয়ে ভারতীয়দের মধ্যে সবোর্চ্চ ছক্কা হাঁকানোর মালিক ছিলেন মহেন্দ্র সিং ধোনি। ক্যারিয়োরে ৫১৯টি ম্যাচ খেলে এতোগুলো ছক্কা হাঁকান ধোনি। সাবেক ভারতীয় অধিনায়কের চেয়ে ২০৮টি ম্যাচ কম খেলেই ৩৫৫ ছক্কা হাঁকানোর রেকর্ড গড়লেন রোহিত (তিন ফরমেটে)।

সবোর্চ্চ ছক্কা হাঁকানো ব্যাটসম্যানের তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন রোহিত শর্মা। ক্যারিয়ারে ৪৩২ ম্যাচ খেলে ৩৯৮টি ছক্কা নিয়ে তালিকার তৃতীয় স্থানে আছেন নিউজিল্যান্ডের সাবেক ওপেনার ব্রেন্ডন ম্যাককালাম। ৫২৪ ম্যচে ৪৭৬টি ছয় মেরে তালিকার দ্বিতীয় নামটি শহীদ আফ্রিদির। আর ৪৫২ ম্যাচে ৫২০টি ছক্কা হাঁকিয়ে তালিকায় সবার ওপরে ‘দ্য উইনিভার্স বস’ খ্যাত ক্রিস গেইল।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর