ডি ভিলিয়ার্সের ‘গোমর ফাঁস’ করেলেন শোয়েব আখতার

অবসর ভেঙে ফের দক্ষিণ আফ্রিকা শিবিরে ফিরতে চেয়েছিলেন সাবেক ক্যাপ্টেন ডি ভিলিয়ার্স। কয়েক দিন ধরে এমন খবরে উত্তাল ক্রিকেট বিশ্ব। তবে এসব প্রাক্তন প্রোটিয়া অধিনায়কের প্রচারে আসার কৌশল ছাড়া কিছুই নয়, মনে করেন সাবেক পাক স্পিডস্টার শোয়েব আখতার।

সম্প্রতি ইউ টিউব চ্যানেলে এক ভিডিওবার্তায় মিস্টার ৩৬০-কে তুলোধনা করেছেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস। তার মতে আইপিএল কিংবা পিএসএলের মতো ফ্র্যাঞ্চাইজি লিগের কারণে দেশের জার্সি তুলে রাখতে পিছপা করেনি এবিডি। অর্থাৎ, আখতারের কথায় দেশের আগে অর্থকে প্রাধান্য দিয়ে আদতে দেশকে ঠকিয়েছে ডি’ভিলিয়ার্স।

অবসর ভেঙে সাবেক প্রোটিয়া ব্যাটসম্যানের ফিরে আসার প্রশ্নে আখতারের মত, ‘সম্প্রতি ডি ভিলিয়ার্স ঘোষণা করেছেন যে অবসর ভেঙে বিশ্বকাপের দলে ফিরতে চেয়েছিলেন তিনি। এটা নিঃসন্দেহে বড় খবর কিন্তু বিশ্বকাপের মত ইভেন্টে যেখানে প্রথম তিন ম্যাচ হেরে পিছিয়ে পড়েছে দল, সেখানে এমন মন্তব্য করার কোনও অর্থই হয় না।’

একইসঙ্গে যে সময়ে ডি ভিলিয়ার্স আন্তর্জাতিক ক্রিকেট থেকে অব্যাহতি নিয়েছে, তা নিয়ে বিতর্ক প্রশ্নাতীত। মনে করেন আখতার। রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের মতে, ‘দেশের জার্সি গায়ে মাঠে নামতে হলে এবিডি’কে আইপিএল-পিএসএলের মত ফ্র্যাঞ্চাইজি দলগুলোর সঙ্গে চুক্তি বাতিল করতে হত। কিন্তু অর্থের কারণে সে দেশের আগে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টকেই বেছে নেয় এবং আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়।’

একইসঙ্গে বিস্ফোরক আখতার ক্ষোভ উগরে দিয়ে বলেন, ডি ভিলিয়ার্স যখন অবসরের সিদ্ধান্ত গ্রহণ করেছিল দলের অবস্থা মোটেই ভালো ছিল না।আমার মনে হয় সেই মুহূর্তে তার মনে হওয়া উৃচিৎ ছিল দলের তাকে প্রয়োজন। অর্থ যাবে আসবে কিন্তু অর্থের কারণে দেশের হয়ে বিশ্বকাপকে বলিদান দেওয়া অন্যায়। ওর মধ্যে ২০১৯ বিশ্বকাপ ছাড়াও ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার মত উপাদান মজুত ছিল।’ একইসঙ্গে আখতারের মতে অবসর ভেঙে এবিডি’র দলে ফিরতে চাওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড একেবারে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেছে।

প্রাক্তন পাক পেসারের কথায়, ‘এমন অনেক প্রস্তাব আমার কাছেও ছিল। আইপিএলে খেলার সুবাদে কলকাতা ফ্র্যাঞ্চাইজি এবং কলকাতার অনুরাগীদের থেকে অনেক ভালোবাসা পেয়েছি। কিন্তু দেশ আমার কাছে সবার আগে ছিল। তাই অন্যান্য পাক ক্রিকেটাররা আইপিএলের প্রস্তাবে সাড়া দিলেও আমি দেশের কাছে বিশ্বস্ত থেকেছি।’

পাশাপাশি ডি ভিলিয়ার্সকে উদ্দেশ্য করে আখতার স্মরণ করিয়ে দেন, ‘বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার এখন খারাপ সময়। মিডল-অর্ডারে তোমার মত একজন ব্যাটসম্যানের উপস্থিতি ফলাফল বদলে দিতে পারত। কে জানে দলে তোমার উপস্থিতি দক্ষিন আফ্রিকাকে নতুন ইতিহাস গড়তে সাহায্য করত।’

‘কিন্তু দেশের আগে তুমি অর্থকে বেছে নিয়েছো, যা অত্যন্ত দুঃখের।’ শেষ করেন আখতার।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর