১৫৩ রানের বিধ্বংসী ইনিংস খেলে মিরাজের হাতে ধরা পড়লেন রয়

দু’দিন বৃষ্টির কারণে ঢেকে রাখতে হয়েছিল কার্ডিফের উইকেট। সবুজ উইকেটে বোলাররা শুরুতে ভালো করবেন। মাশরাফি তাই টস জিতে বোলিং নেন। শুরুতেই ঝড়ের গতিতে রান তোলে ইংল্যান্ড।১২৮ রানের জুটি গড়ে ইংলিশ দুই ওপেনার। এরপর ওপেনার বেয়ারস্টোকে ফেরান মাশরাফি। বেয়ারস্টো ফিরলেও ব্যাটিং তাণ্ডব চালান জ্যাসন রয়।তুলে নেন চলতি বিশ্বকাপে নিজের দ্বিতীয় এবং ওয়ানডে ক্যারিয়ারের নবম সেঞ্চুরি।বেয়ারস্টো কাটা পড়ার পর জ্যাসন রয়কে সঙ্গ দেন জো রুট।বেশিক্ষণ থাকতে পারেননি রুট।তাকে ফেরান সাইফউদ্দিন।েএরপর ১৫৩ রানের বিধ্বংসী রয়কে থামান মিরাজ।

জ্যাসন রয় আউট হওয়ার আগে মিরাজের বলে টানা তিনটি ছক্কা হাঁকান।পরের বলে ছক্কা হাঁকাতে গিয়ে মাশরাফির হাতে ধরা পড়েন।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ ৩৫ শেষে ৩ উইকেটের বিনিময়ে ২৩৬ রান। বাটলার ৬ এবং মরগান শূন্য রান নিয়ে ব্যাটিং করছেন।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর