নোয়াখালীর সেনবাগ উপজেলার ফেনী নোয়াখালী মহাসড়কের ছমির মুন্সির হাট বাজার সংলগ্ন দরগা বাড়ি পোলের গোড়ায় দ্রূতগতির ট্রাক চাপায় মোঃ আবুল হোসেন (৬৫) নামের এক পথচারী নিহত হয়েছে।
ওই পথচারীর বাড়ি সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নে শায়েস্তানগর গ্রামে। সে ওই গ্রামের মৃত নুরজ্জামান ড্রাইভারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার বিকাল ৪ টার দিকে আবুল হোসেন উদয় ব্রিক ফিল্ডের সামনে থেকে নিজ বাড়ির উদ্দেশ্য রওয়া দিয়ে দরগা বাড়ি পোলের গোড়ায় পৌছলে চৌমুহনী থেকে ফেনী অভিমুখি একটি দ্রুত গতির ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মুত্যু হয় ।