ব্রাজিলে নেইমারের জায়গায় তরুণ তুর্কি

পায়ের চোটের কারণে আসন্ন কোপা আমেরিকা থেকে ছিটকে গেলেন ব্রাজিলের প্রাণ ভোমরা জুনিয়র নেইমমার। আর নেইমার বদলি হিসেবে জায়গা করে নিয়েছেন তরুণ তুর্কি চেলসি মিডফিল্ডার উইলিয়ান।

উইলিয়ান

গত সপ্তাহে কাতারের বিপক্ষে ২-০ গোলে জেতা প্রীতি ম্যাচের সপ্তদশ মিনিটে ডান পায়ের গোড়ালির চোটে মাঠ ছাড়েন নেইমার। পরে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) নেইমারের কোপা আমেরিকা থেকে ছিটকে যাওয়ার খবর দেয়। তার গোড়ালির একটি লিগামেন্ট ছিঁড়ে গেছে বলে বিবৃতিতে জানায় সংস্থাটি।

আন্তর্জাতিক ফুটবলে এখন পর্যন্ত ৬৫ ম্যাচ খেলে আট গোল করা উইলিয়ান শনিবার পোর্তো আলেগ্রেতে জাতীয় দলে যোগ দিতে পারেন। সেখানেই এর পরদিন হন্ডুরাসের বিপক্ষে আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

দক্ষিণ আমেরিকার ১০ দল এবং আমন্ত্রিত জাপান ও কাতারকে নিয়ে আগামী ১৪ জুন ব্রাজিলে শুরু হবে কোপা আমেরিকা। আসরের উদ্বোধনী ম্যাচে বলিভিয়ার বিপক্ষে খেলবে প্রতিযোগিতাটির আটবারের চ্যাম্পিয়নরা। ‘এ’ গ্রুপে স্বাগতিকদের অন্য দুই প্রতিপক্ষ ভেনেজুয়েলা ও পেরু।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর