ভাইকে বাঁচাতে গিয়ে বোনের মৃত্যু

ছোট ভাইকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে বৃষ্টি খাতুন (১২) নামে এক বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় জামালপুরের সরিষাবাড়ি উপজেলার ডোয়াইলের ভবানীপুর এলাকায় ঝিনাই নদীতে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।

নিহত বৃষ্টি উপজেলার ডোয়াইল ইউনিয়নের ভাবানীপুর গ্রামের হারুনুর রশিদের মেয়ে। সে ভবানীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, বৃষ্টির ছোট ভাই ইব্রাহিম হোসেন (৮) বাড়ির অন্য শিশুদের সাথে বিকেলে ঝিনাই নদীতে গোসল করতে যায়। ইব্রাহিম সাঁতার না জানলেও অন্য শিশুদের সাথে নদীতে সাঁতার দেয়। ভাইকে ডুবতে দেখে নদীতে ঝাঁপ দিয়ে ইব্রাহিমকে উদ্ধার করতে যায়। সেখানে উপস্থিত নিরব নামে এক ব্যক্তি ইব্রাহিমকে পানি থেকে উদ্ধার করে। তবে বৃষ্টি পানিতে তলিয়ে যায়।

খবর পেয়ে জামালপুর ফায়ার সার্ভিসের ৬ সদস্যের ডুবুরি দল ঘণ্টাব্যাপী উদ্ধার অভিযান চালিয়ে সন্ধ্যায় বৃষ্টির মরদেহ উদ্ধার করে। বৃষ্টির মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জামালপুর ফায়ার সার্ভিস ষ্টেশনের ডুবুরি দলের প্রধান সাব-কর্মকর্তা নাছির উদ্দিন বলেন, ৬ সদস্যের ডুবুরি দল উদ্ধার ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে নদীতে ডুবে যাওয়া শিশু বৃষ্টি উদ্ধার করেছে।

ডোয়াইল ইউনিয়নের চেয়ারম্যান মো. নাছির উদ্দিন রতন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর