সর্বকালের সেরা ব্যাটসম্যানকে টপকে গেলেন গেইল

সর্বকালের সেরা ব্যাটসম্যান ভিভ রিচার্ডসকে ছাড়িয়ে গেলেন ক্রিস্টোপার হেনরি গেইল।বিশ্বকাপে ক্যারিবীয় ব্যাটসম্যানদের মধ্যে রান সংগ্রহে ভিভ রিচার্ডকে ছাড়িয়ে যান গেইল।

বৃহস্পতিবার (৬ জুন) বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৮৯ রানের টার্গেট তাড়া করতে ব্যাটিং করছে ওয়েস্ট ইন্ডিজ।এদিন ব্যাট হাতে নেমে ভালো করতে পারেন বিধ্বংসী গেইল। ১৭ বলে ৪টি চারের সাহায্যে ২১ রান কাটা পড়েন উইনিভার্স বস। এই রান করার মধ্য দিয়ে কিংবদন্তি ক্রিকেটার ভিভ রিচার্ডসকে ছাড়িয়ে যান ব্যাটিং দানব।

বিশ্বকাপে এতদিন ২৩ ম্যাচে ১০১৩ রান নিয়ে ক্যারিবীয় ব্যাটসম্যানদের তালিকায় দ্বিতীয় পজিশনে ছিলেন রিচার্ডস। বৃহস্পতিবার ২১ রান করার পথে রিচার্ডসকে ছাড়িয়ে যান গেইল। তার সংগ্রহ ২৮ ম্যাচে ১০১৫ রান।

বিশ্বকাপে উইন্ডিজ ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ ১২২৫ রান করেন কিংবদন্তি ক্রিকেটার ব্রায়ান লারা। গেইলের সামনে এখন শুধু লারাই আছেন। ক্রিকেট থেকে অবসরে যাওয়ার আগে গেইলের এটাই শেষ বিশ্বকাপ। এবারের বিশ্বকাপে লারার সেই রেকর্ডে ভেঙে দিতে পারেন গেইল।

তবে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ২ হাজার ২৭৮ রান করেন শচীন টেন্ডুলকার। কিংবদন্তি এই ক্রিকেটার ৪৫ ম্যাচে এ রান করেন। এক হাজার ৭৪৩ রান নিয়ে দ্বিতীয় পজিশনে আছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর