বিশ্বকাপ: মাঠে নেমেই রোহিত শর্মার বিধ্বংসী সেঞ্চুরি

জসপ্রীত বুমরাহ ও চাহালের দুরন্ত বোলিংয়ে বিরুদ্ধে ভারতের বিরুদ্ধে বড় স্কোর গড়তে পারল না দক্ষিণ আফ্রিকা। টাইটানিকের শহরে বিরাট কোহলিদের ২২৮ রানের টার্গেট দিল প্রোটিয়াবাহিনী।জয়ের দার প্রান্তে ভারত।

সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে কিছুটা ব্যাকপুটে ছিলো ভারত।৮ রান ওপেনার শিখর ধাওয়ান এবং ১৮ রান করে কাটা পড়েন অধিনায়ক বিরাট কোহলি।তবে অপর প্রান্ত থেকে দেখে শুনে খেলছেন ওপেনার রোহিত শর্মা।ইতমধ্যে তুলে নিয়েছেন নিজের ওয়ানডে ক্যারিয়ারের ২৩তম সেঞ্চুরি।তার ইনিংসটি সাজানো ছিলো ১২৮ বলে ১০ চার ও ২ ছক্কার সাহায্যে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৪১ ওভার শেষে ৩ উইকেটের বিনিময়ে ১৭৬ রান।রোহিত ১০০ এবং ধোনি ১৮ রান নিয়ে ব্যাটিং করছেন।

উল্লেখ্য, এটি দক্ষিণ আফ্রিকার তৃতীয় ম্যাচ।প্রথম দুই ম্যাচে ইংল্যান্ড ও বাংলাদেশের কাছে হেরেছে ফাফ ডু প্লেসিসের দল। অন্যদিকে ভারতের এটি প্রথম ম্যাচ।আর প্রথম ম্যাচেই ব্যাট হাতে চমক দেখালেন হিটম্যান।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর