খুশির দিনে মিলার বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা

ঈদের খুশিতে পুরো বাংলাদেশ।ঠিক এমন দিনে সংগীতশিল্পী মিলার বিরুদ্ধে অ্যাসিড হামলার অভিযোগে মামলা করেছেন তার সাবেক স্বামী এস এম পারভেজ সানজারির বাবা এস এম নাসির উদ্দিন।

বুধবার (৫ জুন) উত্তরা পশ্চিম থানায় মামলাটি করা হয়। মামলায় মিলা ছাড়াও তার সহকারী পিটার কিমকে আসামি করা হয়েছে।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র সাহা বলেন, অ্যাসিড অপরাধ দমন আইনের ৫ (খ) ৭ ধারায় একটি মামলা করেন পারভেজ সানজারির বাবা এস এম নাসির উদ্দিন। উত্তরায় তিন নম্বর সেক্টরের ৭ /বি নম্বর সড়কে তার ছেলে পারভেজের গায়ে অ্যাসিড নিক্ষেপের অভিযোগ করে মিলা ও পিটার কিমকে আসামি করে মামলাটি করেন তিনি।

আসামিদের গ্রেপ্তার করা হবে কিনা জানতে চাইলে ওসি তপন চন্দ্র সাহা বলেন, আমরা ঘটনাটি তদন্ত করে দেখছি। তদন্ত করে আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।

সংগীতশিল্পী মিলার সাবেক স্বামী পারভেজ সানজারি গত ২ জুন দুর্বৃত্তদের ছোড়া অ্যাসিডে দগ্ধ হয়ে ঢাকা মেডিকেলে বার্ন ইউনিটে ভর্তি হন। রাত ৮টার দিকে উত্তরার ৩ নম্বর সেক্টরে পারভেজের গায়ে কে বা কারা অ্যাসিড ছুড়ে মারেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের আবাসিক চিকিৎসক জানান, পারভেজ মোটরসাইকেল চালানোর সময় তার গায়ে অ্যাসিড ছোড়া হয়েছে। তাঁর হাত ও পা পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হয়, পারভেজের শরীরের ৮ থেকে ১০ শতাংশ পুড়ে গেছে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর