নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিং করছে বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুর্দান্ত বিজয় দিয়ে বিশ্বকাপের সূচনা করেছে বাংলাদেশ দল। বুধবার (৫ জুন) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে লড়বে বাংলাদেশ। তার আগে দুই দলের মধ্যে হয় মুদ্রা নিক্ষেপের লড়াই।অর্থাৎ টস ভাগ্যের লড়াই।প্রথমে টস ভাগ্যে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ডের দলনেতা কেন উইলিয়ামসন। স্বভাবত কারনেই ব্যাট হাতে নামছে টাইগাররা।

এদিন দুই দলের একাদশে কোনো পরিবর্তন আসেনি।অর্থাৎ আগের ম্যাচের একাদশ নিয়েই নামছেন মাশরাছি-উইলিয়ামসন।

বাংলাদেশের একাদশঃ তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম , মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মোস্তাফিজুর রহমান।

নিউজির‌্যান্ডের একাদশঃ মার্টিন গাপটিল, কলিন মুনরো, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেলর, টম ল্যাথাম (উইকেটরক্ষক), জেমস নিশাম, কলিন ডি গ্র্যান্ডহোম, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর