নিউজিল্যান্ড নয়, মাশরাফিদের অন্য ভয়!

শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা করেছে বাংলাদেশ।বুধবার (৫ জুন) নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে মাশরাফি-তামিমরা।বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হবে ম্যাচটি।আর আগে ‘এক’ ভয় টাইগারদের শিবিরে।

সেই ভয়ের কারণ প্রতিপক্ষ নিউজিল্যান্ড নয়।ভয় হলো ইংলিশ আবহাওয়া।কাল বিকেলেও কী বৃষ্টি, কালো মেঘে ঢেকে ছিল পুরো আকাশ। আর শরীর কাঁপিয়ে দেওয়া হিম বাতাস। অথচ আজ সকালেই হেসে উঠেছে রৌদ্রজ্জ্বল মামা।আর সুযোগটা বেশ কাজে লাগাচ্ছে দক্ষিণ আফ্রিকা ও ভারত।কারণ রৌদ্রউজ্জ্বল আকাশের নিছেই লড়াই চলছে কোহলি-ডু প্লেসিসদের।

তবে ওভালে বাংলাদেশ-নিউজিল্যান্ডের দিবারাত্রির ম্যাচে এ আবহাওয়াই থাকবে কি না, সেটি নিশ্চিত করে বলার উপায় নেই!

বৃষ্টি যদি নাও হয়, এই হিম-মেঘলা আবহাওয়া বাংলাদেশের জন্য কিছুতেই সুখকর নয়। ওভালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে বাংলাদেশ পেয়েছিল রোদেলা আবহাওয়া। সে সঙ্গে ব্যবহৃত হাই স্কোরিং উইকেট। এখানে উইকেট ঢাকা কাভারে। দূর থেকে বোঝার উপায় না থাকলেও খেলোয়াড়দের সঙ্গে কথা বলে বোঝা গেল, কাল নতুন উইকেটে খেলার সম্ভাবনাই বেশি। নতুন উইকেট আর মেঘলা আবহাওয়ায় কিউই ফাস্ট বোলাররা পেতে পারেন সুইং। আর সেটি হলে বাংলাদেশের ব্যাটসম্যানদের পরীক্ষাটা হয়ে যাবে আরও কঠিন।

এ কঠিন পরীক্ষা যে দুজন সবার আগে দেবেন, তাদের একজন সৌম্য সরকার বলছেন, বলে সুইং থাকবে কি থাকবে কি না, সেটি না ভেবে তাদের তৈরি থাকতে হবে, ‘নিউজিল্যান্ডের সঙ্গে একই উইকেট থাকবে, সেটা বলা যাবে না। বিশ্বকাপ ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যবহৃত উইকেট ছিল। এই ম্যাচে হয়তো উইকেট নতুন হবে। ওদের বোলাররা গতির সঙ্গে হয়তো সুইংও পাবে। গতি-সুইং সামলে কীভাবে খেলা যায়, সেভাবেই প্রস্তুতি নিতে হবে।’

সত্যেন্দ্রনাথ দত্তের কবিতার শুরে সৌম্য বলতে পারতেন, ‘মেঘ দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে!’ ওভালে আজ সূর্য যদি নাও হাসে, বাংলাদেশ নিশ্চয়ই প্রথম ম্যাচের মতো হাসি নিয়েই মাঠ ছাড়তে চাইবে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর