সাতক্ষীরার ১৫টি গ্রামে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা প্রতিনিধি: সৌদি আরবের সাথে মিল রেখে সাতক্ষীরার ১৫টি গ্রামে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ৮টায় সাতক্ষীরা সদর উপজেলার বাউখোলা জামে মসজিদে উক্ত ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সদর উপজেলার বাউখোলা, সাতানি, ভাদড়া ও তালা উপজেলার ইসলামকাটিসহ ১৫টি গ্রামের কিছু সংখ্যক মানুষ সেখানে ঈদুল ফিতরের নামাজে অংশ নেন। ঈদের নামাজ খুলনার ডুমুরিয়া ও কয়রা উপজেলার কয়েকটি গ্রামের মুসল্লিরাও সেখানে অংশ নেন। জামায়াত মহিলারাও অংশগ্রহন করেন। উক্ত নামাজ ইমামতি করেন মাওলানা মহব্বত আলী।

মাওলানা মহব্বত আলী জানান, সৌদি আরবের সাথে মিল রেখে পৃথিবীর কোন প্রান্তে চাঁদ দেখা গেলে ঈদ উদযাপন করা যায়।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর