অজ্ঞান পার্টির হাত থেকে মুক্তি চাই

মোস্তাফিজ রাকিবঃ পবিত্র ঈদুল ফিতরে পরিবারের সবার সাথে ঈদ আনন্দ উদযাপনের লক্ষ্যে দেশের বিভিন্ন প্রান্তের কর্মজীবী মানুষেরা নারীর টানে বাড়ি ফিরছে।তবে অনেক ক্ষেত্রেই এ বাড়ি ফেরা সুখকর হচ্ছেনা।

অজ্ঞান পার্টি,মলম পার্টি অথবা ছিনতাইকারীর হাতে ঘরমুখো মানুষের সর্বস্ব হারানোর খবর সংবাদ মাধ্যম গুলোতে প্রতিনিয়ত প্রচারিত হচ্ছে।যাত্রীবাহী বাস,ট্রেন,লঞ্চ,ফেরি-ফেরিঘাট,বাস টার্মিনাল কিংবা রেল স্টেশনের জনাকীর্ণ স্থানে হকার কিংবা যাত্রী-বেশে খাবার কিংবা পানীয়র সাথে চেতনা নাশক ট্যাবলেট ও বিভিন্ন ধরনের রাসায়নিক উপাদান প্রয়োগ করে সাধারণ মানুষের সব কিছু কেড়ে নিচ্ছে অপরাধ চক্রের সদস্যরা।এসবের বিষক্রিয়া মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর।কখনও কখনও চেতনানাশক ওষুধের মাত্রা বেশি হলে আক্রান্ত ব্যাক্তির জীবন সংকটাপন্ন হওয়ার সম্ভাবনা থাকে।আবার স্বাভাবিক জীবনে ফিরতে না পারার উদাহরণ ও রয়েছে বহু।

মূলত ঈদসহ বড় উৎসবকে কেন্দ্র করে রাজধানীসহ সারাদেশে এ ধরনের অপরাধীদের তৎপরতা বেড়ে যায়।এ ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির হাত থেকে মুক্তিলাভে ব্যাক্তি সচেতনতা বৃদ্ধি করাসহ অপরিচিত কারও দেয়া খাবার গ্রহন করা অথবা ফেরিওয়ালা বা ভ্রাম্যমাণ কারো কাছ থেকে ডাব,আমড়া,শশা,পেয়ারা,আচার কিনে খাওয়া অনুচিত।এছাড়া গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোতে সার্বক্ষণিক পুলিশি পাহারা বৃদ্ধি এবং সিসি ক্যামেরার নজরদারির আওতায় নেয়া প্রয়োজন।বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে অজ্ঞান পার্টির সদস্যদের গ্রেফতার করে আইনের আওতায় আনার খবর শোনা গেলেও তাদের কোনোভাবেই নির্মূল করা যাচ্ছে না।অভিযোগ রয়েছে,অজ্ঞান পার্টির সদস্যরা গ্রেফতার হলেও কঠোর আইন না থাকার কারনে তারা পার পেয়ে যায়।

এ ধরনের অপরাধীরা যাতে সহজে ছাড়া না পায় তা নিশ্চিত করতে আইনের ফাঁকফোকর বন্ধ করা দরকার বলে মনে করেন সচেতন মহল।আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা জন নিরাপত্তার স্বার্থে অজ্ঞান পার্টির হাত থেকে সহজ সরল মানুষদের রক্ষা করবেন এমনটাই প্রত্যাশা।সাধারন মানুষ অজ্ঞান পার্টির হাত থেকে মুক্তি চায়।

লেখকঃ মোস্তাফিজ রাকিব।
শিক্ষার্থী ও সংবাদমাধ্যম কর্মী
ইসলামী বিশ্ববিদ্যালয়,কুষ্টিয়া।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর