পবিত্র কা’বাকে পেছনে রেখে দোয়া করলেন মিশরের প্রেসিডেন্ট!

সৌদি আরবের মক্কায় ওমরাহতে গিয়েছিলেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল-সিসি।

ওমরাহ পালনের সময়ের কিছু ছবি শেয়ার করেন নিজের টুইটার অ্যাকাউন্টে। সেখানে একটি ছবি নিয়ে আরবের নেটিজেনরা তুমুল সমালোচনা করে তার।

দ্য নিউ আরব জানায়, ৩১ মে পবিত্র মক্কায় ওমরাহ সম্পন্ন করেন সিসি। মুসলমানদের কেবলা পবিত্র কা’বা ঘরকে প্রদক্ষিণ শেষে দোয়ার জন্য হাত তোলেন তিনি।

এতে দেখা যায়, কা’বা ঘরকেই পেছনে রেখে তিনি আল্লাহর কাছে মোনাজাত করছেন।

এ ছবি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আরববাসীরা চরমমাত্রায় বিদ্রূপ করেন সিসিকে। কা’বাকে পেছনে রেখে মোনাজাত করায় অনেকে সমালোচনাও করেন তাকে।

সিসির ফেসবুক পেইজ কঠোরভাবে পরিচালনা করা হয়, ফলে সেখানে মন্তব্যে শুধু প্রশংসা ছাড়া কিছু রাখা হয় না।

তবে টুইটারে এ ছবি নিয়ে বিদ্রূপের ঝড় বয়ে গেছে। সিসির অজ্ঞতা নিয়ে হাসাহাসিও চলে বিস্তর।

মুসলিমরা দিনে পাঁচবার কা’বার দিকে মুখ করেই নামাজ পড়ে। তবে মোনাজাত বা দোয়া করা সময় কা’বার দিকেই মুখ করে থাকতে হবে এমনটা বাধ্যবাধকতা নেই ধর্মে। তবে সাধারণত মুসলিমরা দোয়া করার সময় কেবলাকে সামনেই রাখেন।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর