রংপুরের শাপলা চত্বর সংলগ্ন ২২ কিলোমিটারে ১৪৪ ধারা জারি

উপজেলা নির্বাচনে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ঢাকা-রংপুর মহাসড়কের শাপলা চত্বর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (২০ মার্চ) দুপুরে স্বতন্ত্র প্রার্থী মেজবাহুর রহমান মঞ্জুর এক সমর্থকের ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের অভিযোগ তোলা হয় আওয়ামী লীগের প্রার্থী জাকির হোসেনের বিরুদ্ধে। এ ঘটনাকে কেন্দ্র করে ঢাকা-রংপুর মহাসড়কের শাপলা চত্বর এলাকায় সড়ক অবরোধ করে মঞ্জুর সমর্থকরা। পরে সেখানে সমাবেশের কর্মসূচি দেয় তারা। একই স্থানে পাল্টা কর্মসূচি ঘোষণা করে জাকির হোসেন।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ঢাকা-রংপুর মহাসড়কের শাপলা চত্বর সংলগ্ন ২২ কিলোমিটার এলাকায় নির্বাচনের দিন পর্যন্ত ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন। আগামী ২৪ মার্চ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর