শেরপুরে হতদরিদ্রদের মাঝে দৌড় পরিবারের ঈদ সামগ্রী বিতরন

রাশেদুল হক, শেরপুর (বগুড়া): “মানুষের জন্য মানুষ, দৌড় আমরাই এগিয়ে” এই স্লোগান কে বুকে ধারণ করে ঈদ আনন্দ সবার সাথে ভাগাভাগি করতে ২রা জুন রোববার দুপুরে শেরউড ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ চত্বরে ১২৫ টি হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী শাড়ি, লুঙ্গি, সেমাই, লাচ্চা, চিনি, দুধ ও কিসমিস বিতরণ করা হয়েছে। ২০০২ সালের এসএসসি ব্যাচের শেরপুরের সকল বন্ধুদের সমন্বয়ে গঠিত দৌড় পরিবার টি ২০০৬ সাল থেকে প্রতি বছর ঈদ সামগ্রী বিতরণ সহ নানা সামাজিক কার্মকান্ড করে যাচ্ছেন বলে সংগঠনের সদস্যরা জানান।

ঈদ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন ডা. ইকবাল হোসেন ছনি ,বগুড়া জেলা ছাত্রলীগের সহ সভাপতি মাহববুব রহমান আশিক, দৈনিক যায়যায়দিনের প্রতিনিধি রাশেদুল হক, জাহিদুর ইসলাম, সৌরভ হাসান, খোরশেদ আলম, জসিম উদ্দিন, আসলাম উদ্দিন, মাহমুদুল হাসান ,বিদ্যুৎ, আরাফাত রহমান ,জাহিদুল রহমান, রেজাউল করিমসহ আরো অনেকে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর