শেরপুরে শিশু অধিকার ও সুরক্ষা বিষয়ক সমাবেশ অনুষ্ঠিত

তারিকুল ইসলাম, শেরপুর প্রতিনিধি: শেরপুরে শিশু অধিকার ও সুরক্ষা বিষয়ক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, শেরপুর জেলা কার্যালয়ের উদ্যোগে গত মঙ্গলবার বিকালে সংস্থার প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার ও এনডিসি মো. মেজবা-উল আলম ভূঁইয়া। ওয়ার্ল্ড ভিশন নেত্রকোনা ও শেরপুর এপিসি ম্যানেজার সেবাস্টিয়ান পিউরীফিকেশন -এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন প্রকৃতি ও পরিবেশবাদী সংগঠন শাইন্’র নির্বাহী পরিচালক ও শেরপুর বার্ড ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো. মুগনিউর রহমান মনি, সংস্থার অনুষ্ঠান কর্মকর্তা লিপস মৃ, কৃষিবিদ মো. আসাদুজ্জামান, চাইল্ড ফোরামের সভাপতি শাহ্রিয়ার হোসেন শিশির প্রমুখ।

সমাবেশে প্রধান অতিথি শিশু অধিকার ও সুরক্ষা ইস্যুতে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচী গ্রহণ ও সকল প্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর