সারাদেশে শিল্প পার্ক স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার- শিল্প মন্ত্রী

নাজমুল হাসান জনী, (নরসিংদী প্রতিনিধি): সারাদেশে শিল্পপার্ক স্থাপনের উদ্যোগ নিয়েছে বর্তমান সরকারকর্মসংস্থান সৃষ্টির জন্য বর্তমান সরকার দেশের বিভিন্ন অবহেলিত এলাকাকে গুরুত্ব দিয়ে শিল্পপার্ক স্থাপনের উদ্যোগ নিয়েছে।

আমার নির্বাচনী এলাকার দুই উপজেলায় মানুষের কর্মসংস্থান সৃষ্টির জন্য শিল্পপার্ক স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) এর প্রতিনিধি দল মনোহরদী উপজেলার গোতাশিয়ায় মন্ত্রীর নিজ বাসভবনে নরসিংদী-৪ (বেলাব-মনোহরদী) আসনের সাংসদ ও শিল্পমন্ত্রী এডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের সঙ্গে বৈঠকের সময় শিল্পমন্ত্রী সাংবাদিক এসব কথা বলেন।

প্রতিনিধি দলের বৈঠকে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) এর চেয়ারম্যান, সরকারের অতিরিক্ত সচিব মোশতাক হাসান, মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাফিয়া আক্তার শিমু, বিসিক ঢাকা বিভাগীয় রিজিওন্যাল ডাইরেক্টর আহসান হাকিম, জেনারেল ম্যানেজার প্ল্যানিং খোন্দকার আমিরুজ্জামান, নরসিংদী বিসিক এর প্রধান মো: সাজ্জাদ হোসেনসহ প্রকৌশলীবৃন্দ এবং মনোহরদী ও বেলাব উপজেলার সহকারী কমিশনার (ভূমি) উপস্থিত ছিলেন।

বৈঠকে বেলাব ও মনোহরদী উপজেলার বিসিকের ইন্ডাস্ট্রিয়াল পার্ক স্থাপনের বিষয়ে গুরুত্বারোপ করেন শিল্পমন্ত্রী। সে লক্ষে দুই উপজেলায় ইন্ডাস্ট্রিয়াল পার্ক এর জন্য সম্ভাব্য স্থান ও পরিবেশ ঘুরে দেখে স্থান নির্ধারণের জন্য বসিক চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের নির্দেশনা দেন শিল্পমন্ত্রী।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর