কলাপাড়ায় ফনির আঘাতে বিধ্বস্থ, সহায়তা পেল ৮১ পরিবার

আহম্মেদ পাশা তানভীর, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ঘূর্নিঝড় ফনির আঘাতে বিধ্বস্থ ঘর মেরামতের সহায়তা পেলেন তিনটি ইউনিয়নের ৮১টি পরিবার। উপজেলার চম্পাপুর,লালুয়া ডাবলুগঞ্জ ইউনিয়নের ক্ষতিগ্রস্থ ওইসব পরিবারারের হাতে ঘর মেরামতের জন্য প্রতিটি পরিবারকে নগদ অর্থ প্রদান করা হয়েছে।

আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ক্রীস্টান এইডের আর্থিক সহযোগিতায় বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনের হল রুমে আভাস ওইসব ক্ষতিগ্রস্থদের প্রতিটি পরিবারের হাতে ১৪ হাজার চারশ’ টাকা তুলে দেয়া হয়। ঘূর্নিঝড় ফনির আঘাতে ক্ষতিপ্রস্থ পরিবারের মাঝে নগদ অর্থ বিতারনী অনুষ্ঠানে প্রধান আতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রাকিবুল আহসান। বিশেষ অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদার, আভাসের নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল, ভাইস চেয়ারম্যান শাহিনা পারভীন, রেড ক্রিসেন্ট সোসাইটির সহকারী পরিচালক আসাদুজ্জামান খান, কৃষকলীগের উপজেলা শাখার সভাপতি আখতাউর রহমান হারুন, ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম সিকদার প্রমুখ।

বে-সরকারী উন্নয়ন সংস্থা আভাস সুত্রে জানা গেছে, আন্তর্জাতিক দাতা সংস্থা ক্রিস্টান এইড এর সহায়তায় বে-সরকারী উন্নয়ন সংস্থা আভাস এর বাস্তবায়নে ইমার্জেন্সি সেল্টার এন্ড ওয়াশ রেসপন্স টু ইনসিওর প্রোটেকশন অব এডালেসেন্ট গার্ল এন্ড উইমেন এফেক্টেড বাই সাইক্লোন ফনি প্রকল্পের আওতায় উপজেলার চম্পাপুর (২৩ টি পরিবার), লালুয়া (৩৩ টি পরিবার), ডালবুগঞ্জ (২৫ টি পরিবার) ঘূর্নিঝড় ফনির তান্ডবে বসতঘর ক্ষতিগ্রস্থ হয়। ওই তিনটি ইউনিয়নের মোট ৮১ টি পরিবারের মাঝে ১১৬৬৪০০ টাকা বিতরন করা হয়।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর