বিআরটিএ’র যৌথ উদ্যোগে পরিবহন কাউন্টারে ভাড়ার মনিটারিং

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা প্রশাসন ও বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের যৌথ আয়োজনে সাতক্ষীরার ঢাকাগামি সকল পরিবহন কাউন্টারে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে সরকার নির্ধারিত ভাড়ার ব্যতীত অতিরিক্ত ভাড়া আদায় হচ্ছে কিনা মনিটারিং করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরের সঙ্গীতা সিনেমা হলের সামনে অবস্থিত পরিবহন কাউন্টারে ভাড়া সংক্রান্ত মনিটরিং করা হয়।

বিআরটিএ সাতক্ষীরা সার্কেল অফিস সূত্রে জানা যায়, সাতক্ষীরায় পবিত্র ঈদ-উল-ফিতর উৎযাপনের উপলক্ষ্যে নির্বিঘ্নে ও নিরাপদ ভাবে মানুষের ঘরে ফেরা ও চলাচলের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আলোকে গত মঙ্গলবার (২৮ মে ) জেলা আঞ্চলিক পরিবহন কমিটি (আরটিসি) এক সভা অনুষ্ঠিত হয়, উক্ত সভার সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসন ও বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের যৌথ উদ্যোগে পরিবহন কাউন্টার গুলোতে নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল মোল্লা, বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক এএসএম ওয়াজেদ হোসেন, মোটরযান পরিদর্শক মোঃ নাসিরুল আরিফিন সহ সঙ্গীয় ফোর্স নিয়ে সরকার নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে কিনা মনিটারিং এর পাশাপাশি পরিবহন কাউন্টারের দায়িত্বরত মালিক ও ম্যানেজারদের অতিরিক্ত ভাড়া আদায় থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর