বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

সিরাজগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৮ জন।

বুধবার (২০ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সয়দাবাদ এলাকায় হানিফ পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে এমন ঘটনা ঘটে।

সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো.ফয়সাল আহমেদ হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো.আবদুল হামিদ জানান, হানিফ পরিবহনের একটি বাস উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। সয়দাবাদ এলাকায় একই কোম্পানির ঢাকাগামী অপর একটি বাস রোড ডিভাইডার থাকা সত্ত্বেও ভুল রুটে ঢুকিয়ে দেয়। এতে বাস দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ তিনজন নিহত হন।

এ সময় আহত হন কমপক্ষে ১৮ জন। আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরে আরো দুজনের মৃত্যু হয়।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর