শিক্ষার্থীদের উচ্চশিক্ষা উন্নয়নে কাজ করছে তরুণ উদ্যোক্তা মোস্তাক

প্রতি বছর দেশে ১০ থেকে ১২ লাখ শিক্ষার্থী উচ্চমাধ্যমিক এইচএসসি শেষ করে উচ্চশিক্ষা গ্রহণের স্বপ্ন দেখে৷ কিন্তু বাংলাদেশে বিপুল পরিমাণ শিক্ষার্থীদের উচ্চশিক্ষা প্রদানের জন্য বর্তমানে মাত্র ৪৬টি পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে৷ এ জন্য শিক্ষার্থীদের পাবলিক বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণের স্বপ্ন ব্যাহত হয়৷

তাই বর্তমানে অনেক শিক্ষার্থী বিশ্বের বিভিন্ন দেশের টপ রেংকিং বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণের স্বপ্ন দেখে থাকে৷ কিন্তু সঠিক তথ্যের অভাবে ও পর্যাপ্ত স্কলারশীপ না পেয়ে বহু শিক্ষার্থীর বহুদিনের লালিত স্বপ্নও মাঝপথে এসে ব্যাহত হয়৷ বাহিরের দেশে উচ্চশিক্ষা গ্রহণের ইচ্ছা যাদের আছে তাদের স্বপ্ন বাস্তবায়নে কাজ করছে শিক্ষা উদ্যোক্তা মোস্তাক আহমেদ শান্ত৷

উদ্যোক্তা হতেও স্বপ্ন থাকতে হয়৷ স্বপ্ন ছিলো নিজে শিক্ষার্থীদের জন্য কিছু তৈরী করবেন, উদ্যোক্তা হবেন, স্বপ্ন ছিলো বলেই বসে থাকেন নি তরুণ শিক্ষা উদ্যোক্তা মোস্তাক আহাম্মেদ শান্ত৷

২০১৭ সাল থেকে বিদেশে পরিপূর্ণ উচ্চশিক্ষার একটা সামগ্রিক ধারণা নিয়ে রাজধানী ঢাকার নিকুঞ্জ’তে নিজের অফিস দিয়ে পথচলা শুরু করেন৷ মোস্তাক আহাম্মেদ শান্ত হাইয়ার এডুকেশন ফর অল বাস্তবায়নে নিরলস কাজ করেন৷ হাইয়ার এডুকেশন ফর অল বা সবার জন্য উচ্চশিক্ষা-এ থিম ধারণ করে নতুন মোস্তাক আহাম্মেদ শান্ত শিক্ষা উন্নয়নের প্রত্যয় ঘোষণা করেছেন৷

তাঁর অসীম সাহসী নেতৃত্বে প্রতিষ্ঠিত গ্লোবাল প্রসেস লিমিটেড এর মাধ্যমে বাংলাদেশের প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী বহি:বিশ্বের সুনাম অর্জন করা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ করেছেন।

বর্তমানে প্রতিষ্ঠানটি এশিয়া এবং ইউরোপের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় গুলোতে বাংলাদেশি শিক্ষার্থীদের ভর্তি ও স্কলারশীপ নিয়ে কাজ করে থাকে৷ এছাড়া সহজে ভিসা প্রসেসিং, ইমিগ্রেশন এবং ট্যুরের ব্যবস্থা, হোটেল বুকিং, ট্রাভেল ইন্স্যুরেন্স, ট্রাভেল লোনের ব্যবস্থা এবং টিকেটিং সহযোগিতা করা হয়৷

মোস্তাক আহাম্মেদ শান্ত এই মানুষটির চিন্তা, চেতনা ও মননে শিক্ষা৷ যিনি পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমে উদ্বুদ্ধ করেন৷

খ্যাতিমান প্রতিষ্ঠান গ্লোবাল প্রসেস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং গ্লোবাল প্রসেস এডুকেশন গ্রুপের কর্ণধার, মোস্তাক আহাম্মেদ শান্ত ময়মনসিংহ জেলার মুক্তাগাছা শহরের সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে ১৯৯৮ সালের ৯ জানুয়ারি জন্মগ্রহণ করেন৷ পিতা আলহাজ্ব ডাক্তার মোঃ শহীদুল্লাহ্ এবং মাতা মনিরা আফরোজ৷ দুই ভাই ও এক বোনের মধ্যে মোস্তাক দ্বিতীয়৷

মোস্তাক নবারুন বিদ্যা নিকেতন থেকে এসএসসি সম্পন্ন করে৷ শহীদ স্মৃতি সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেন৷ তারপর নিজে ডাক্তার হতে এমবিবিএস পড়ার প্রত্যাশায় বিদেশে পাড়ি জমান৷ ছোটবেলা থেকেই মোস্তাক আহাম্মেদ শান্ত ছিলেন অসম্ভব পরিশ্রমি, মেধাবী, আত্মবিশ্বাসী এবং পরোপকারী এক মানুষ৷ তিনি ময়মনসিংহে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ, শীতার্ত মানুষের কষ্ট লাঘবের জন্য শীতবস্ত্র বিতরণ, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি সহ বিভিন্ন সামাজিক কাজে নিয়জিত আছেন৷

তরুণ এই উদ্যোগক্তা শুধু এখানেই থেমে থাকেন’নি৷ মোস্তাক আহাম্মেদ শান্ত তার যুগোপযোগী পদক্ষেপের মাধ্যমে গড়ে তোলা গ্লোবাল প্রসেস এডুকেশন গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠান৷ গ্লোবাল প্রসেস ট্রাভেলস, গ্লোবাল প্রসেস ল্যাংগুয়েজ ক্লাব, গ্লোবাল মেডিগিয়ার, এবং গ্লোবাল প্রসেস এডু ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের ও উদ্যোগক্তা তিনি৷

শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা নিয়ে কাজ করে শিক্ষানুরাগী মোস্তাক আহাম্মেদ শান্ত পেয়েছেন অ্যাওয়ার্ড ফর আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন ইন এডুকেশন, এডুপ্রেণার অ্যাওয়ার্ড, এবং ইন্টারন্যাশনাল এডু স্টার ফর লিডারশিপ ইন কোয়ালিটি অ্যাওয়ার্ড৷

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর