বাংলাদেশ সফরে আসছেন মালয়েশিয়ার ব্যবসায়ী প্রতিনিধি দল

আহমেদ কবির টিপু, মালয়েশিয়া প্রতিনিধিঃ বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আয়োজিত (২৮মে) মঙ্গলবার পেনাংয়ের পাঁচ তারকা জি-হোটেলে ইফতার মাহফিলে আলোচনায় সফরের কথা জানালেন, রাজ্যের গভর্ণর তুন দাতুশ্রী উতামা ড. হাজী আব্দুল রহমান বিন হাজী আব্বাছ। তিনি জানান, রাজ্যের আন্তর্জাতিক বাণিজ্যবিষয়ক মন্ত্রী দাতু হাজী আব্দুল হালিম হোসেইনের নেতৃত্বে আগামী সেপ্টেম্বরে ৫০ এর অধিক ব্যবসায়ী প্রতিনিধি দল বাংলাদেশ সফর করবেন।

মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মহ. শহীদুল ইসলাম এর স্বভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, পেনাং রাজ্যে বাংলাদেশের অনারারি কনসাল দাতু শেখ ইসমাইল হোসেইন।

এই অনুষ্টানের মাধ্যমে বাংলাদেশের হাইকমিশনের সঙ্গে পেনাং রাজ্যের ব্যবসায়ী সম্প্রদায়ের সঙ্গে এক গভীর সেতুবন্ধন রচিত হল। তারা মালয়েশিয়ার উন্নয়নে বাংলাদেশের ভূয়ষি প্রশংসা করেন। পেনাং রাজ্যের আন্তর্জাতিক বাণিজ্যবিষয়ক মন্ত্রী রাজ্যের ব্যবসায়ী প্রতিনিধিদের নিয়ে বাংলাদেশ সফরে যাওয়ার আগ্রহ প্রকাশ করেন।

হাইকমিশনার মহ.শহীদুল ইসলাম বলেন, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগে এশিয়ার সেরা গন্তব্য হলো বাংলাদেশ। বাংলাদেশে ব্যবসা বাণিজ্যের সমৃদ্ধ ইতিহাস উপস্থিত ব্যবসায়ী নেতাদের কাছে তুলে ধরেন

ইফতার মাহফিলে অন্যান্য অতিথিদের মধ্যে ষ্ট্যাট কাউন্সিলর দাতুশ্রী শাহীর ইসমাইল আলাউদ্দিন, দাতুশ্রী ড. হাজী মোহাম্মদ ইউসুফ লতিফ এবং রাজ্যের ইন্দোনেশিয়া, উজবেকিস্তান, পাকিস্থান কন্সাল জেনারেলসহ পেনাং রাজ্যের প্রায় আড়াই শতাধিক ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

এছাড়া উপস্থিত ছিলেন দূতাবাসের ডিফেন্স অ্যাডভাইজার এয়ার কমডোর মো. হুমায়ূন কবির, প্রথম সচিব (বাণিজ্যিক) মো. রাজিবুল আহসান।

ইফতার পূর্ব আলোচনা শেষে মুসলিম উম্মাহর শান্তি সম্মৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়। শেষে সরকার প্রধানকে ক্রেস্ট প্রদান করেন হাইকমিশনার মহ. শহীদুল ইসলাম।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর