আশুলিয়ায় সড়ক ও জনপথের অবৈধ স্থাপনা উচ্ছেদ

মোঃ আল মামুন খান, সাব-ব্যুরো প্রধান (সাভার/ধামরাই): ঢাকার অদূরে শিল্পাঞ্চল আশুলিয়ার নয়ারহাটে মানিকগঞ্জ সড়ক বিভাগের অধীন সড়ক ও জনপথের জমি দখল করে অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা উচ্ছেদ অভিযান চলে। বুধবার (২৯ মে) সকাল ১১টায় ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার নয়ারহাটে সম্পন্ন এই উচ্ছেদ অভিযানে সড়কের জমি দখল করে অবৈধভাবে গড়ে উঠা প্রায় শতাধিক টিনশেড ও আধাপাকা দোকান উচ্ছেদ করা হয়েছে।

সড়ক বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহাবুবুর রহমান ফারুকী এই উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন। এসময় মানিকগঞ্জ সড়ক বিভাগের কর্মকর্তাসহ বিপুলসংখ্যক পুলিশ উপস্থিত ছিলো।

এব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহাবুবুর রহমান জানান, ঢাকা-আরিচা মহাসড়কের সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর