‘অতিরিক্ত ভাড়া আদায়কারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

বিআরটিএ’র নির্ধারিত ভাড়া ছাড়া অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না। বুধবার (২৯ মে) দুপুরে গাবতলী বাস টার্মিনালে বাস ট্রাক মালিক সমিতির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, যদি কেউ আদায় করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেন, ঈদ যাত্রা নিরাপদ করতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। কোনোভাবেই যেন মলম পার্টি, ছিনতাইকারীরা তৎপর হতে না পারে সেজন্য আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। রাস্তায় ফিটনেসবিহীন গাড়ি না নামানোর আহ্বান জানান তিনি।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর