২০২০ এশিয়া কাপ পাকিস্তানে, তাহলে ভারত কি খেলবে?

দুঃখ ঘুচতে শুরু হলো বুঝি পাকিস্তানের। প্রায় ১০ বছর ধরেই পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেটের আসর অনুষ্ঠিত হচ্ছে না। ২০০৯ সালে শ্রীলঙ্কার ক্রিকেটবাসে বোমাহামলার পর থেকে কোনো দেশ পাকিস্তান যেতে রাজি না।এরপর কেবল জিম্বাবুয়েই একটা সংক্ষিপ্ত ওয়ানডে সিরিজ খেলেছে পাকিস্তানের মাটিতে। এর বাইরে দীর্ঘদিন ধরেই পাকিস্তানিরা বঞ্চিত আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ থেকে। পাকিস্তান ক্রিকেট দলকেও ‘হোম’ ভেন্যু বানাতে হচ্ছে বিদেশের মাটিকে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) মরিয়া এ অবস্থা থেকে বেরিয়ে আসতে। চলছে নানা ধরনের চেষ্টা-তদবির। তবে এরই মাঝে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) কাছ থেকে সুখবর মিলেছে। ২০২০ সালের এশিয়া কাপ আয়োজনের ভার পড়ছে পাকিস্তানের কাঁধে।

মঙ্গলবার (২৮ মে) সিঙ্গাপুরে এসিসির এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়।আর তাতে ক্রিকেটপ্রেমীদের মাঝে প্রশ্ন তাহলে ভারতের কি হবে?পাকিস্তানের সঙ্গে বৈরি সম্পর্ক বিদ্যমান ভারতের।এখন প্রশ্ন পাকিস্তানে খেলতে যাবে কি ভারতেএখন পর্যন্ত এ নিয়ে মুখ খোলেনি বিসিসিআই।

উক্ত সভায় পিসিবির সভাপতি এহসান মানি ও ব্যবস্থাপনা পরিচালক ওয়াসিম খানসহ ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ আর আফগানিস্তানের ক্রিকেট কর্তারা উপস্থিত ছিলেন।

২০২০ সালের অক্টোবরে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ। এর মাসখানেক আগেই এশিয়া কাপ হবে। ২০১৬ থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপের বছর এশিয়া কাপ টি-টোয়েন্টি সংস্করণে আয়োজনের সিদ্ধান্ত হয়েছিল। আগামী এশিয়া কাপও তাই দেখবে ২০ ওভারের ম্যাচ।

গত বছর সেপ্টেম্বর আরব আমিরাতের দুবাই ও আবুধাবিতে সবশেষ এশিয়া কাপ অনুষ্ঠিত হয়। ওয়ানডে সংস্করণে আয়োজিত সে এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশকে হারিয়ে শিরোপা জেতে ভারত। সবচেয়ে বেশি সাতবার এশিয়া কাপ জিতেছে ভারত।

উল্লেখ্য, ২০০৮ সালে সবশেষ পাকিস্তানে এশিয়া কাপ অনুষ্ঠিত হয়েছিল।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর