দুই পরিবর্তন নিয়ে আফ্রিকার বিপক্ষে একাদশ ঘোষণা টাইগারদের

বাংলাদেশকে ঐতিহাসিক শিরোপা জেতানোর পর এবার বিশ্বকাপ মিশনে নামতে যাচ্ছে বাংলাদেশ। সেই মিশনে নামার জন্য আজই আয়ারল্যান্ড ছেড়ে ইংল্যান্ডের পথে পাড়ি জমাবে টাইগার ক্রিকেটাররা।

উইন্ডিজদের হারিয়ে ত্রিদেশীয় সিরিজের শিরোপা জিতেছে মাশরাফি বিন মর্তুজার দল। ৬টি ফাইনালে হারার পর সপ্তম ফাইনালে এসে ক্যারিবিয়ানদের ৫ উইকেটে হারিয়েছে টাইগাররা।

এদিন বাংলাদেশের জয়ের নায়ক ছিলেন সৌম্য সরকার এবং মোসাদ্দেক হোসেন। এই দুজনের ফিফটিতেই ইতিহাসের পাতায় নাম লেখাতে সক্ষম হয়েছে লাল সবুজের দলটি। বিশ্বমঞ্চে ইতিহাস গড়ার দিন টুইটারে প্রশংসায় ভেসেছে বাংলাদেশ দল।

মাশরাফি বলেছিলেন, একটি শিরোপা বাংলাদেশের ক্রিকেটকে একধাপ এগিয়ে দিবে। অবশেষে প্রতিক্ষীত সেই শিরোপা ঘরে তুলল বাংলাদেশ। সাতবার ফাইনাল ফাইনাল খেলা বাংলাদেশ অবশেষে জিতল ত্রিদেশীয় সিরিজের শিরোপা। পুরো সিরিজে দুর্দন্ত খেলা টাইগারদের এদিন লড়তে হয়েছে শুধু উইন্ডিজের বিপক্ষেই নয়, আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচে উইন্ডিজকে ৫ উইকেটে হারিয়ে প্রথমবারের মত কোনো পূর্ণ সদস্য দলের বিপক্ষে শিরোপা জিতেছে বাংলাদেশ জাতীয় দল।

নিজেদের ইতিহাসে এটি টাইগারদের দ্বিতীয় ত্রিদেশীয় সিরিজ জয় এবং টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে প্রথম ফাইনাল জয়, সপ্তমবারের প্রচেষ্টায়। এই ফাইনাল তাই সত্যিকার অর্থেই ‘লাকি সেভেন’ থাকল।

ইনজুরি পিছু ছাড়ছে না বাংলাদেশের। ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ শেষেও শুনতে হলো নতুন ইনজুরির খবর। এবার ইনজুরির শিকার বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান, পায়ের পেশিতে চোট পেয়েছেন তিনি। হ্যামস্ট্রিং ইনজুরি নিয়ে লড়ছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

বিশ্বকাপের আগে প্রস্তুতিটা একদমই ভালো হয়নি বাংলাদেশ দলের। ভারতের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচে ৯৫ রানের বিশাল ব্যবধানে হেরেছে টাইগাররা। বিশ্বকাপের মূল পর্ব শুরুর আগেই ভারতের হুংকার শুনতে পেয়েছে বাংলাদেশ দল। আঁচ করতে পারছে কতটা কঠিন হতে যাচ্ছে এবারের বিশ্বকাপ।

ব্যাটিং কিংবা বোলিং কোন বিভাগেই আশানুরূপ পারফর্মেন্স দেখাতে পারেনি বাংলাদেশ দলের ক্রিকেটাররা। তবে ব্যক্তিগত পারফর্মেন্সে কিছুটা আলো ছড়িয়েছেন লিটন কুমার দাস এবং মুশফিকুর রহিম। বোলারদের মধ্যে যথারীতি ভালো বোলিং করে গেছেন সাকিব আল হাসান। আঁটসাঁট বোলিং করেছেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, মোহাম্মদ সাইফউদ্দিন এবং সাব্বির রহমান।

সেই বিশ্বকাপের ১ম ম্যাচেই বাংলাদেশ দল মুখোমুখি হতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকার। এক নজরে দেখে নেওয়া যাক যেমন হতে পারে বাংলাদেশ দলের সম্ভাব্য একাদশঃ

১. তামিম ইকবাল ২. লিটন দাস/মেহেদি মিরাজ ৩. সৌম্য সরকার ৪. সাকিব আল হাসান ৫. মুশফিকুর রহীম ৬. মোহাম্মদ মিঠুন ৭. মাহমুদউল্লাহ রিয়াদ ৮. সাব্বির রহমান ৯. মোহাম্মদ সাইফ উদ্দিন ৯. মুস্তাফিজুর রহমান ১০. মাশরাফি মর্তুজা ১১. রুবেল হোসেন।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর