মাদ্রিদে ‘ভালিয়েন্তে বাংলা’র ইফতার মাহফিল

কবির আল মাহমুদ, স্পেন: স্পেনের মাদ্রিদে বাংলাদেশি মানবাধিকার সংগঠন ‘ভালিয়েন্তে বাংলা’ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ মে) স্থানীয় খেসুস ই মারিয়া সড়কের বাংলাদেশ অ্যাসোসিয়েশনের কার্যালয়ে এ ইফতার মাহফিলে উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন।

ভালিয়েন্তে বাংলার সভাপতি ফজলে এলাহীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রমিজ উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদ্রিদ বায়তুল মুকাররম জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি কমিউনিটি নেতা খোরশেদ আলম মজুমদার। ইফতারপূর্ব আলোচনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের সভাপতি লুৎফুর রহমান, বৃহত্তর ফরিদপুর কল্যাণ সমিতির সভাপতি হেমায়েত খান, আওয়ামী লীগ নেতা রিজভী আলম, কমিউনিটি নেতা আলী আক্কাছ, বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান, বরিশাল কল্যাণ সমিতির উপদেষ্টা খন্দকার নাসির উদ্দিন, সভাপতি শামিম মিয়া, সাধারণ সম্পাদক মাসনুন জুয়েল, চট্টগ্রাম সমিতির মুজিবুর রহমান, ভালিয়েন্তে বাংলার সদস্য মশিউর রহমান, জুলহাস উদ্দিন, মোহাম্মদ আবু সাঈদ চৌধুরী প্রমূখ। বক্তারা স্পেনে অবৈধ হয়ে পড়া প্রবাসী বাংলাদেশিদের বিভিন্নভাবে সহযোগিতা করার জন্য স্পেনের সরকারি রেজিস্ট্রেশনকৃত একমাত্র মানবাধিকার সংগঠন ‘ভালিয়েন্তে বাংলা’ এর ভূয়শী প্রশংসা করে আরো বলেন, কমিউনিটির উন্নয়নে এ সংগঠনের কার্যক্রম অব্যাহত থাকলে প্রবাসী বাংলাদেশিরা উপকৃত হবেন।

অনুষ্ঠানে বিশ্ব মুসলিম উম্মাহ‘র শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর