বিশ্বকাপে কেমন করবে বাংলাদেশ, জানালেন উইলিয়ামসন

নিউজিল্যান্ড দলটার সবচেয়ে বড় শক্তি হলো—তারা অনেকদিন ধরে একসঙ্গে খেলছে। সেইসঙ্গে ইংল্যান্ডে তারা পছন্দের কন্ডিশন পাওয়ার কথা। গতবারের ফাইনালিস্ট নিউজিল্যান্ড দলের অধিনায়ক কেন উইলিয়ামসন কথা বলেছেন নিজের দল এবং এবার বিশ্বকাপের ফেভারিট দলগুলোকে নিয়ে। সাক্ষাৎকারে নিউজিল্যান্ড অধিনায়ক এগিয়ে রেখেছেন বাংলাদেশকেও—

এবারের বিশ্বকাপে কোন দল কেমন করে তা পূর্বে থেকে বলা মুশকিল। কিউই ক্যাপ্টেনও তাই বললেন। ‘এটা একেবারে শুরু থেকে দারুণ প্রতিদ্বন্দ্বিতামূলক একটা টুর্নামেন্ট হতে যাচ্ছে। কোনো দল কোনো ম্যাচ হালকাভাবে নিতে পারবে না। ফলে যত বেশি সম্ভব ম্যাচ জিতে রাখাই এখানে বুদ্ধিমানের কাজ হবে। আমার মনে হয়, এই বছর এই টুর্নামেন্টটা খুব কৌতুল উদ্দীপক হতে যাচ্ছে। আমাদের একটা কথা মনে রাখা দরকার, একটা খারাপ দিনই ভাগ্য লিখে দিতে পারে।’

নিজ দেশ, ভারত, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডেকে এগিয়ে রাখার পাশিপাশি বাদ দেননি কাউকে। উইলিয়ামসন বলেন, ‘সবগুলো দলই খুব ভালো। আমি তো বাংলাদেশ ও আফগানিস্তানের কাছ থেকেও কঠোর লড়াই দেখতে পাচ্ছি। এমনকি ওয়েস্ট ইন্ডিজকেও বাদ দেওয়া যাবে না। তাদের দলে সত্যিকারের কিছু পাওয়ার হিটার আছে। তাদের বিপক্ষে সবগুলো বড় দল সতর্ক থাকবে।’

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর