শুধু সৌজন্যতা রাখতে শপথ অনুষ্ঠানে আসবেন মমতা

মোদির আমন্ত্রণ শুধু মাত্র সৌজন্য রক্ষা করতে সেখানে উপস্থিত হবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।টানা দ্বিতীয় বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে আগামী ৩০ মে শপথ নিবেন নরেন্দ্র মোদী।আর সেখানে অন্য সব রাজ্যের মুখ্যমন্ত্রীর মতো তিনিও উপস্থিত থাকেবেন বলে জানিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী।

শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর দফতর থেকে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হচ্ছে। মঙ্গলবারই দিল্লি থেকে এই সংক্রান্ত আমন্ত্রণপত্র মমতার কাছে এসেছে। এর পরই মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।

‘সাংবিধানিক সৌজন্যতা’ বজায় রাখতে ‘মুখ্যমন্ত্রী হিসেবে’ মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার সিদ্ধান্ত বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সাংবাদিকদের তিনি জানান,”আমার কাছে আমন্ত্রণপত্র এসেছে। আজকেই পাঠিয়েছে। কয়েকজনের সঙ্গে কথা বলে নিয়েছি। সবাই মিলে ঠিক করেছি, আনুষ্ঠানিক শপথগ্রহণ, আমরা চেষ্টা করব সেখানে থাকার।’

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর