বিশ্বকাপ: সবাইকে হুমকি দিলেন ইংলিশ ক্যাপ্টেন

আফগানিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের প্রস্তুতি ম্যাচটা যারা দেখেছেন নিশ্চয় তারা আঁচ করতে পেরেছেন ইংল্যান্ডের প্রস্তুতিটা কতটা শক্তিশালী। ৯ উইকেটে জয় পেয়েছে বিশ্বকাপের স্বাগতিকরা। সেটাও আবার ১৯৫ বল বাকি থাকতে। ঘরের মাঠে বিশ্বকাপের জন্য ইংল্যান্ড যে প্রস্তুত। তা এই পরিসংখ্যানেই পরিষ্কার। যদিও এ প্রসঙ্গে অধিনায়ক ইওয়িন মরগান বলছেন, ‘‌আমরা প্রস্তুত। আমরা এক সপ্তাহের জন্য প্রস্তুত।’‌

২০১৫ বিশ্বকাপে শেষ মুহূ্র্তে অধিনায়ক বদল, দলের খোলনলচে বদলেও গ্রুপ লিগের বাধা টপকাতে পারেনি ইংল্যান্ড। এবার অবশ্য ঘরের মাঠে শুরু থেকেই ফেভারিট হিসেবে ধরা হচ্ছে ইংল্যান্ডকে। মরগানের কথায়, ‘‌২০১৫ সালে অস্ট্রেলিয়া থেকে ত্রিদেশীয় সিরিজ খেলেই আমরা বিশ্বকাপে গিয়েছিলাম। সেখানে অস্ট্রেলিয়া আমাদের হারিয়েছিল, ভারতের বিরুদ্ধে একটা ম্যাচে জিতেছিলাম। সব মিলিয়ে আমরা একটা ছন্দ খোঁজার চেষ্টা করছিলাম, যেটা কিনা বিশ্বকাপে কাজে দেবে। সে জন্য নিয়মিত আলোচনাতেও বসতাম।’‌

তিনি আরও যোগ করেন, ‘‌এখানে আমরা আগের দিন গল্‌ফ খেলছি, পরের দিন প্র‌্যাকটিস করছি। তার পরের দিন ম্যাচে নেমে পড়ছি। বিশ্বকাপের ফেবারিট হিসেবে এবার আমাদের ধরা হচ্ছে, এটা নিঃসন্দেহে বিরাট প্রাপ্তি। কিন্তু ফেভারিট হিসেবে দেখা না হলেও, বলব বিশ্বকাপ খেলাটা আমার কাছে বড় প্রাপ্তি।’‌

ইংল্যান্ড শিবিরে স্বস্তির খবর, দলে কোনও চোট–আঘাত নেই। মার্ক উডের পায়ের স্ক্যান রিপোর্টেও কোনও সমস্যা ধরা পড়েনি। এদিন তিনি পুরোদমে বোলিংও করলেন। মরগানের আঙুলের চোটও সেরে গেছে। আদিল রশিদও সুস্থ হয়ে দলে ফিরেছেন। যা স্বস্তি বাড়াচ্ছে মরগানের। বৃহস্পতিবার (৩০ মে) দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ইংল্যান্ডের।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর