ভারতের আসল অধিনায়ক কে, এ নিয়ে চলছে নয়া বিতর্ক

ভারতের দুই ফরম্যাটের বিশ্বকাপজয়ী দলনেতা মহেন্দ্র সিংহ ধোনি।তিনি আর এখন অধিনায়ক নন। কিন্তু দলে তার প্রভাব প্রচুর। স্বয়ং বিরাট কোহলি এবং রবি শাস্ত্রী একথা স্বীকার করে নিয়েছেন। বিশ্বকাপে ধোনির অভিজ্ঞতা যে কোহলির কাজে লাগবে তা মেনে নিচ্ছেন সুরেশ রায়নাও। যিনি ধোনির অধিনায়কত্বে জাতীয় দলে দীর্ঘদিন খেলেছেন।

চেন্নাই সুপার কিংসেও তিনি ধোনির সতীর্থ। সেই রায়না বলছিলেন, ‘‌কাগজে–কলমে ধোনি হয়ত অধিনায়ক নয়। কিন্তু মাঠে বিরাটের অধিনায়ক ধোনিই। আমার তো সেটাই মনে হয়। দলে ধোনির ভূমিকা একইরকম রয়েছে। উইকেটের পিছন থেকে বোলারদের পরামর্শ দেয় ধোনি। ফিল্ডিং সাজায়। উইকেটের পিছনে ধোনি থাকলে বিরাট থাকে আত্মবিশ্বাসী।’‌

রায়নার মতে, ধোনি দলে থাকায় বিরাট শান্ত থাকে। কঠিন পরিস্থিতিতে সিদ্ধান্ত নিতে সুবিধা হয় বিরাটের। রায়না বলছিলেন, ‘‌বিরাট আত্মবিশ্বাসী ক্রিকেটার। এই বিশ্বকাপ বিরাটের কাছে চ্যালেঞ্জ। নিজের ভূমিকা সম্পর্কে ওয়াকিবহাল। বাকি ক্রিকেটারদের আত্মবিশ্বাস জোগায়। বিশ্বকাপ জেতার ক্ষমতা রয়েছে এই টিম ইন্ডিয়ার।’‌

রায়নার এই কথায় ভারতীয় সমর্থকদের মনে প্রশ্ন তাহলে কোহলিকে কেনো অধিনায়ক্ত দেয়া হয়েছে? ধোনি-ই এখনও ফিট আছে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর