জাককানইবি তে জাতীয় কবি নজরুলের ১২০ তম জয়ন্তী উৎসব পালন

ফারজানা সকাল, জাককানইবি প্রতিনিধিঃ “এক হাতে পাকা বাঁশের বাশরী অন্য হাতে রণতূর্য” নিয়ে ১২০ বছর আগে আজকের এইদিনে জন্মগ্রহণ করেছিলেন বাংলা ভাষা ও সাহিত্যের অনত্যম প্রাণপুরুষ , আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ( ১৮৯৯-১৯৭৬)। তিনি একাধারে সাহিত্যের প্রতিটি অঙ্গনে রেখেছিলেন তাঁর পদচিহ্ন।

কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আজ ২৫ মে (শনিবার) তিন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সকালে কবির স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পন, জাতীয় পতাকা উত্তোলন মধ্য দিয়ে দিবসটির কার্যক্রম শুরু করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এএইচএম মোস্তাফিজুর রহমান।

পরে বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত আন্তর্জাতিক সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন প্রফেসর ড. মোঃ নজরুল ইসলাম, প্রবন্ধ উপস্থাপন করেন সঙ্গীত বিভাগের সহকারী অধ্যাপক আশিক সরকার, মূখ্য আলোচক হিসেবে আলোচনা করেন বঙ্গীয় সাহিত্য সংস্কৃতি সংসদ, বাংলাদেশ ও ভারত এর সাধারণ সম্পাদক জনাব কামরুল ইসলাম এবং সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় উপাচার্য এছাড়াও সেমিনারে উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মোঃ জালাল উদ্দিন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সুব্রত কুমার দে, কর্মকর্তা পরিষদের সভাপতি জনাব মোঃ মোকারেরম হোসেন মাসুম বিভিন্ন বিভাগের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষার্থীসহ প্রমুখ।

উল্লেখ্য বিশ্ববিদ্যালয় গ্রীষ্মকালীন অবকাশ, রমজান ও ঈদুল ফিতরের বন্ধ থাকায় স্বল্প পরিসরে এই আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তিনদিন ব্যাপী অনুষ্ঠানের বাকি দুই দিন আগামী (৩-৪ জুলাই) পালিত হবে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর