বিশ্বকাপ: যুবরাজের চোখে ফাইনাল খেলবে যে দুই দল

২০১১ বিশ্বকাপে তিনি প্রতিযোগিতার সেরা হয়ে ভারতকে চ্যাম্পিয়ন করেছিলেন।এবার সেই যুবরাজ অতীত হয়ে গেলেন ভারতীয় শিবিরে।বাস্তবতা এমনই।স্বভাবত কারণে ৮ বছর পরে যুবরাজ সিংয়ের চোখে তফাতটা অনেক।

এক সাক্ষাৎকারে যুবি বলেন, ‘‌এখন ব্যাপারটা অনেকটাই বদলে গেছে। এখন সার্কেলের মধ্যে ৫ জন ফিল্ডার থাকে। তখন ৪ জন থাকত। ফলে তখন ২৬০, ২৭০, ২৮০ রান তুললেই লড়াই করার মতো জায়গায় পৌঁছনো যেত। এখন ৩০০–‌র ওপর রান করলে লড়াই করা যায়। ওই একজন ফিল্ডারের জন্যই এই তফাত।’‌

বিপক্ষ কত রান তুললে ভারতীয় দল লড়াই করতে পারবে, তা নিয়ে জিজ্ঞাসা করা হলে যুবরাজ বলেন, ‘‌আমাদের ব্যাটিং লাইন আপটা এমন, তারা যে কোনও রান তাড়া করতে পারে। দু–তিন বছর ধরে ভারত সত্যিই ভাল খেলছে।’‌

ফাইনালটা কাদের মধ্যে হবে, সেটাও দেখতে পাচ্ছেন তিনি। বলেন, ‘‌আমার মনে হয় ভারত আর ইংল্যান্ডের ফাইনালে ওঠার বিরাট সুযোগ রয়েছে। অবশ্যই অস্ট্রেলিয়ার কথাও বলব। স্টিভ স্মিথ আর ডেভিড ওয়ার্নার ফেরার পর ওরা শক্তিশালী হয়েছে। ওদের বোলিং আক্রমণও খুব ভাল। এই তিনটে দল শেষ চারে যাবে।’

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর