আন্দোলনে ভিপি নুর, প্রধানমন্ত্রীকে যা বললেন

নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছেন নুরুল হক নুর। শাহবাগে আন্দোলনরতদের শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশ করতে বুধবার সেখান যান তিনি।

এ সময় প্রধানমন্ত্রীর উদ্দেশে নুর বলেন, দাবি বাস্তবায়নে আমরা আপনার আশ্বাস চাই। আমরা আপনার কার্যকরী ভূমিকা চাই।’ এরপর তিনি ডাকসু নির্বাচন ও কোটা সংস্কার আন্দোলন নিয়ে বক্তব্য রাখেন। এসময় আন্দোলনকারীদের কয়েকজন বলতে থাকেন এখানে রাজনৈতিক কোনও বক্তব্য দেওয়া যাবে না। পরে সেখান থেকে নুর চলে যান।

এদিকে বিইউপি শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী (২৪) প্রগতি সরণিতে বাসচাপায় নিহত হওয়ার পর দ্বিতীয় দিনের মতো নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। পরবর্তীতে তা ফার্মগেট, শাহবাগ, ধানমণ্ডি, উত্তরা ও রায় সাহেবের বাজারসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর